বিয়ের সময় দ্বীনদারিতার কোন কোন বিষয় দেখতে হয়?
** বাসা থেকে গার্ডিয়ান বলে, ১ নম্বরে ইনকাম হালাল কিনা, চরিত্র ভালো কিনা, সত্য কথা বলে কিনা
** নামাজ ৫ ওয়াক্ত না পড়লেও সমস্যা নাই, টাকনুর উপরে কাপড় না পড়লেও সমস্যা নাই, দাঁড়ি না রাখলেও সমস্যা নাই - এগুলো নাকি দ্বীনদারিতার মাপকাঠি না।
--- আখলাক ভালো থাকলে এক সময় গিয়ে নামাজ ঠিকই ধরে....
মা বাবার সাথে কথা বলে পারা যায় না, কষ্ট পায়।
এক্ষেত্রে কী করা উচিত? কীভাবে বোঝানো যায়?
✪ পাত্রের বাবা যদি ব্যাংকে উচ্চ পদে চাকুরি করে সেক্ষেত্রে বিয়ের কথাবার্তা আগানো উচিত? ( উল্লেখ্য তারা সামাজিকভাবে খুব ভালো মানুষ, ওমরাও করে, আখলাক ভালো, ঘুষ খায় না)
পাত্র একমাত্র ছেলে হওয়ায়, বাবার ইনকাম নিশ্চয়ই পরিবারে অন্তর্ভুক্ত হবে, এক্ষেত্রে পুত্র বধুর ইবাদত কবুল হবে??
পাত্রী রাজি না হলে মা বাবা কষ্ট পায়।
এক্ষেত্রে কী করা উচিত।