আসসালামু আলাইকুম
আমার বন্ধু লন্ডনে থাকে। তাকে দিয়ে আমি ৬৯৯ পাউন্ডের একটি জিনিস এনেছি। কিনার সময় টাকায় দাম ছিলো ১৫২.৫০ টাকা ধরে ১,০৬,৫৯৮ টাকা। আমি এই টাকা তাকে ২৮ মাসে মানে ২৮ কিস্তিতে পে করবো ইনশাআল্লাহ।
এখন এই টাকাটা আমি চিন্তা করেছি প্রতি মাসে ২৫ পাউন্ড এ যে টাকা আসে আমি আবার বলছি টাকায় কনভার্ট করার পর যা আসে সেভাবে পে করবো(২৮ মাসে ২৫ পাউন্ড করে পড়ে)। তার মানে এক এক মাসে এক এক এমাউন্ট হবে। প্রতি মাসে পাউন্ড এর দাম তো আর সেইম থাকে না। হয়তো সে মুটমাট ১,০৬,৫৯৮ থেকে বেশিই পাবে।
এখন যদি এভাবে পে করি তাহলে হারাম হবে না তো? এভাবে পে না করলে সে কম পাবে কারণ ২৮ মাসে টাকার দাম তো আর সেইম থাকবে না।
আপনি বলেন কিভাবে আমার টাকাটা ফিরত দেয়া উচিত।
জাযাকাল্লাহু খইরন