আসসালামু আলাইকুম ,
বেশ কিছু প্রশ্ন
১, মুখে ক্রিম দিয়ে অজু করার পরো মুখে কিছুটা তেলতেলে ভাব থাকে, এভাবে অজু হবে?
২. হাসবেন্ড কাজ থেকে আসার পর তার খাবার বেড়ে দেওয়া এবং মায়ের সাথে কথা বলার জন্য আওয়াল ওয়াক্তে নামাজ হয় না, এটায় গুনাহ হবে?
৩. ছোটো শিশু সন্তান এর কান্না থামানোর জন্য আওয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারি না, এমতাবস্থায় কি শিশুকে কাদতে রেখে দিয়ে নামাজে দাড়াবো? যদিও বাচ্চার কান্নার কারনে নামাজে মনোযোগ ধরে রাখা কষ্টকর। প্রায়শই বাচ্চার কারনে দ্রুত নামাজ শেষ করে বাচ্চাকে সামলিয়ে তারপর নামাজ শেষের তাসবিহ ফাতেমা, আয়াতুল কুরসির পাঠ করি, এতে করে কি তার উক্ত সওয়াব হবে?
৪. অনেক বছরের উমরি কাজা আছে, এই নামাজ গুলা শেষে শুধু তাশাহুদ পরে সালাম ফিরানো যাবে? ফজরের নামাজের পর উমরি কাজা পড়া যাবে ?
৫. শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পর তখন সালাতুল হাজত পড়া দরকার আছে? নাকি শেষ রাতে শুধু তাহাজ্জুদই উত্তম?
৬. টাখনু আর নলার পার্থক্য টা জানাবেন
৭. নামাজ রত অবস্থায় নন মাহরাম সামনে চলে আসলে, মুখ দেখে ফেলার ভয়ে নামাজ ভেংগে মুখ ঢাকা যাবে?
৮. একজন মানুষের সাথে ২ কাধের ফেরেস্তা ছাড়া আর কোনো ফেরেস্তা থাকে? কারিন জিন কোথায় থাকে? কতদিন বাচে?
৯. সামি সন্তান, খাওয়া বাদ দিয়ে সারাদিন শুধু জিকির আজকার করতে ইচ্ছা করে, হাদিস পড়তে ইচ্ছা করে। এর থেকে কিভাবে পরিত্রান পাবো? সামি নামাজে একদমি মনোযোগী না, এই অবস্থায় এমন সামির খেদমত করলে গুনাহ হবে? আবার তাকে কোমলতার সাথে হেদায়েতের পথে ডাকাও উচিত, তার জন্য অনেকটা সময় ব্যায় করা উচিত, কিন্তু আমার মনে হয়, এইসব বাদ দিয়ে নিজে সারাদিন ইবাদত করি। তার জন্য মজার মজার রান্না না করে কোনোরকম খেতে পারে, এমন রান্না করতে ইচ্ছা করে, কারন রান্নায় বেশি সময় দিতে গেলে ইবাদতে সময় কম হয়ে যেতে পারে। এমতাবস্থায় কী করা উচিত?
১০. একজন বড় ইসলামি স্কলার বলেছেন, মনে মনে দুয়া করলে তা কবুল হয় না, আমি প্রায় সময়ই মনে মনে আল্লাহর সাথে নিজের চাওয়া গুলা পেশ করি, এগুলা কি কবুল হয় না, আবার কারো সাথে কথা বলতে বলতে তার ব্যাপারে আল্লাহর কাছে মনে মনে দুয়া করি, এগুলাও জায়েজ না? উক্ত স্কলারের ভাষ্যমতে যেহেতু আমরা মনে মনে খারাপ চিন্তা করলে, তার জন্য পাপ হয় না, তাই মনে মনে দুয়া করলেও হবে না। জিকির আযকারের মতো দুয়া করার সময়ও কি সবসময় ঠোঁট আর জিহবা নাড়ানো জরুরি?
১১. কোরআন পাঠের সময় প্রতি আয়াতে তাফসিরে পরে পরের আয়াত আবার পাঠ করতে গেলে আউজুবিল্লাহ , বিসমিল্লাহ বলতে হবে?
১২.কোনো হাদিস মনে মনে পড়ার সময় রাসূল স: এর নাম মনে মনে পাঠ করা জায়েজ?
১৩. বেশি আয়ের জন্য দুবাই, কাতার এইরুপ মুসলিম দেশ গুলাতে থাকা জায়েজ?
১৪. এশার নামাজের পরপরি বিতর নামাজ পড়লে, এশার তাসবিহ গুলো বিতর নামাজ শেষে একেবারে পড়া যাবে?
১৫. আমি হেদায়েত প্রাপ্ত হউয়ার আগে আমার পরিবারের সাথে প্রায়শই সফরে যেতাম। এখন যেহেতু জানি, মেয়েদের ঘরে থাকা ইবাদত সমতুল্য , তাই ঘরে অবস্থান করা পছন্দ করি, কিন্তু আমার হাসবেন্ড সফর করা খুব পছন্দ করে। এমতাবস্থায় আমি কি মাসে ২-৩ দিন তার সাথে সফরে যেতে পারি? তিনি আমাকে বলেন আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করেছি। নবিজী ও তার স্ত্রীদের নিয়ে লটারির মাধ্যমে সফরে যেতেন।
আমার হাসবেন্ড এটাও বলেছেন, যেহেতু আমি ঘরে থাকতেই চাই, তাহলে সে অন্য সফর সংগি খুজে নিবে, মানে তার ভাই আর অন্যান্য বন্ধুদের কথা বুঝিয়েছে। আমি চাই না সে খারাপ সংগদের সাথে বেশি থাকুক। আমি অমুসলিম দেশে থাকি, সফরে বের হলেও অমুসলিম দেশে সফর করতে হবে।
এমতাবস্থায় আমার করনীয় কি?
১৬. আমার সারাক্ষন মনে আসে পাশের ফেরেস্তা আমার কাজ কর্ম দেখছে, এমন অবস্থায় আমি ফেরেস্তাদের ভয় করা শুরু করেছি, কারন তারা আল্লাহর কাছে রিপোর্ট করবে। আমি জানি আমাদের শুধু আল্লাহকে ভয় করা উচিত, এই যে আমি ফেরেস্তা দের ও ভয় করা শুরু করেছি, এটা কি কুফুরি?
১৭. April fool নিয়ে মুসলিমদের ঘটনা কি সত্যি ?
১৮. গাছ লাগানোর পর সাধ্যনুযায়ী গাছের যত্ন নিয়েও গাছ মরে গেলে মনে হয় গুনাহ হবে, এই ভয়ে গাছ লাগাই না, এতে কি আসলেই গুনাহ হবে?.
১৯ . এতোদিন ভাবতাম মরে গেলেই সব শেষ , এখন বুঝতে পারি , মরার পরেই সব শুরু , এই ভাবনা এতোদিন থাকার দরুন কুফরি হয়েছে?
২০. আমার আগের বেপর্দা ছবি দিয়ে NID, passport , varsity form fill up, birth certificate সব হয়েছে, যেগুলো এখন বদলানো দুষ্কর । আমি তার জন্য ক্রমাগত তওবা করে যাচ্ছি, এভাবে তওবা হবে?
২১. আইয়ুব আ: এর "আন্নি মাসসানিয়াদ্দুররু ওয়া আন্তা আরহামুর রহিমিন" এই দোয়া সিজদাহ্ তে পরার সময় আগে আল্লাহুম্মা/রব্বানা যুক্ত করতে হবে ? এছাড়াও নোউযাহানের বিপদের যে দোয়া, "লাইন আনজাইতানা মিন হাযিহি লানা কুনান্না মিনাশাকিরিন" এটা সিজদাহ্ তে পরার সময় আগে আল্লাহুম্মা/রব্বানা যুক্ত করতে হবে ?
২২. জুম্মার দিনে বা রাতে দান সদকা করার আলাদা কোনো ফযিলত আছে?
২৩. রাতে ঘুম ভেঙে গেলে "লা ইলাহা ইল্লালাহ ----" যেই দোয়া কবুলের আমল এটা কি অটোমেটিক ঘুম ভেঙে গেলে পরবো নাকি শিশুর কান্না বা এলার্ম এই জাতীয় শব্দে ভাংলেও পড়া যাবে? এই দোয়ার আগে কারো সাথে কোনোরুপ কথা বলে ফেল্লে কি এই আমল হবে না?
২৪. আমার সামর্থ্য থাকার পরেও যদি আমি নিম্নমানের বোরকা পরিধান করি, তাহলে গুনাহ হবে? কিছু নিকট আত্মীয় এই কারনে আমার পরিবারকে আঘাত করে কথা বলার দরুন আমি যদি তাদের সামনে উন্নতমানের বোরকা পরিধান করি, তাহলে তা রিয়া হবে?
২৫. সামির মন রক্ষার্থে সহশিক্ষা জায়েজ? পড়ার বেশিরভাগ অনলাইনে হয়, মাঝে মধ্যে ভার্সিটি যাওয়া লাগবে।
২৬. মেহমান আসলে, তখন রান্না , ঘর পরিষ্কার করা , বাজারের ফর্দ করতে অনেক সময় চলে যায় , তখন নফল ইবাদত , জিকির কম করা হয়, এখেত্রে কোনটা উত্তম?
অনেক গুলো প্রশ্ন করে ফেল্লাম। আফওয়ান। আমার জানা টা খুব দরকার।