নিজ বাসা থেকে ৪৮ মাইলের বেশি দুরত্বে দাদাবাড়ি (শুধু চাচা চাচী থাকে)১/২ দিনের জন্য গেলে যেখানে ভবিষ্যতে স্থায়ী ভাবে থাকার ইচ্ছা নাই সেখানে গেলে মুসাফির হবে কিনা
যদি মুসাফির না হয়
তাহলে নিজ এলাকা থেকে দাদাবাড়ি বা এলাকায় যাওয়ার ৪৮ মাইলের অধিক যাত্রাপথে সফরের সময় কসর বা জমা করতে পারবে বা যাওয়ার আগ পর্যন্ত যাত্রাপথে মুসাফির হিসেবে গণ্য হবে?