শরীয়তের বিধান হলো যেই বস্তু পানি দ্বারা ধৌত করা সম্ভব নয়,সেখানে নাপাকি লাগলে সেটা ভেজা নেকড়া বা টিস্যু দ্বারা এমনভাবে মুছে ফেললেই পাক হয়ে যাবে যাতে আর উক্ত নাপাকীর আছর বাকী না থাকে।
সুতরাং মোবাইলে নাপাক লাগলে সেটি ভেজা কাপড় দিয়ে তিনবার মুছে নিতে হবে।
তাহলেই সেটি পাক হয়ে যাবে।
দারুল উলুম দেওবন্দ এর 4448 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে এক্ষেত্রে পবিত্র কাপড় দ্বারা পরিস্কার করা,ঘর্ষন দেওয়ার দ্বারা সেটি পাক হয়ে যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ هِشَامٍ، بِهَذَا الْمَعْنَى قَالَ : "حُتِّيهِ ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ ثُمَّ انْضَحِيهِ" -
হিশাম (রহঃ) সূত্রে উক্ত হাদীসের সমার্থক বর্ণনা আছে। তাতে রয়েছেঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন জিনিস দিয়ে তা দূর করে পানি দ্বারা ঘষে নিবে। তারপর তাতে পানি ছিটিয়ে ধুয়ে ফেলবে।
বুখারী (অধ্যায়ঃ হায়িয, অনুঃ হায়িযের রক্ত ধোয়া, হাঃ ৩০৭), মুসলিম (অধ্যায়ঃ অনুঃ রক্তের পবিত্রতা এবং তা ধোয়ার নিয়ম,আবু দাউদ ৩৬২।)
,
বিস্তারিত জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উপরোক্ত পদ্ধতিতেই আপনার মোবাইল পাক করতে হবে।
ওয়েট টিস্যু দিয়ে একবার মুছে ফেলার দরুন সেটি পাক হয়নি। তিন বার মুছতে হবে।
নতুবা উক্ত মোবাইল পকেটে নিয়ে নামাজ হবেনা।
★চল্লিশ দিন অতিক্রম করলে নেফাস ভালো হয়। আর যদি এর আগেই ব্লিডিং একেবারে বন্ধ হয়ে যায়,সেক্ষেত্রেও নেফাস ভালো হয়েছে বলে ধরা হবে।
২১ তম দিনে ব্লিডিং বন্ধ হলেও আপনার যেহেতু হলুদ স্রাব আসছে,সুতরাং এটি যেহেতু চল্লিশ দিনের পূর্বেই,তাই এটিও নেফাসের অন্তর্ভুক্ত।