আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
159 views
in পবিত্রতা (Purity) by (17 points)
আসসালামু আলাইকুম,  আমার হাতে টিকটিকির পায়খানা লেগে যায়, তারপর আমি হাত ধোয়ার  জন্য কলের পাড়ে যায় হাত ধুতে যেয়ে কলের পানি মেঝের উপরে পড়ে কিছুটা ছিটা  পানি আমার কাপড়ের লাগে।যা খুবই সামান্য।  এতে করে আমি কি ওই কাপড় পড়ে নামায পড়তে পারব? যদি আর ছীটার জাগায় আরো ভাল পানি লেগে এক দিরহামের বেশি হয় এতে করে কি কাপড় নাপাক হবে?

1 Answer

0 votes
by (62,960 points)
edited by
              بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/6533/ নং ফাতওয়াতে আমরা উল্লেখ করেছি যে, রাসুল সাঃ টিকটিকি মারার আদেশ করেছেন।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ زَكَرِيَّاءَ، عَنْ سُهَيْلٍ، حَدَّثَتْنِي أُخْتِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " فِي أَوَّلِ ضَرْبَةٍ سَبْعِينَ حَسَنَةً " .
মুহাম্মাদ ইবনু সাব্বাহ্ (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, প্রথম আঘাতে (হত্যা করতে পারলে) সত্তরটি সাওয়াব। (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৫৩, ইসলামিক সেন্টার ৫৬৮৩)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا صحيح
 ‘আমির ইবনু সা‘দ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি (টিকটিকি) মারার হুকুম করেছেন। তিনি তার নাম দিয়েছেন অনিষ্টকারী।
মুসলিম, আহমাদ।
সুতরাং টিকটিকি একটি হারাম প্রানী,তাই এর পেশাব বিষ্ঠাও নাপাক।
শরীরে লাগলে এক দিরহামের কম হলে নামাজ জায়েজ হবে,অন্যথায় জায়েজ হবেনা।

بعرۃ الفأرۃ وقعت في وقر حنطۃ فطبخت والبقرۃ فیہا أو وقعت فی وقر دہن لم یفسد الدقیق والدہن ما لم یتغیر طعمہا۔ قال الفقیہ أبو اللیث: وبہ نأخذ۔ (الفتاویٰ الہندیۃ، کتاب الطہارۃ / الفصل الثاني في الأعیان النجسۃ ۱؍۴۶)
خبز وجد في خلالہ خرء فارۃٍ فإن کان الخرء صلباً رمی بہ وأکل الخبز، ولا یفسد خرء الفارۃِ الدہن والماء والحنطۃ للضرورۃ إلا إذا ظہر طعمہ أو لونہ في الدہن ونحوہٖ لفحشہٖ وإمکان التحرز منہ حینئذٍ۔ (الدرالمختار مع رد المحتار ۶؍۷۳۲ کراچی ، ۱۰؍۴۳۵ زکریا )
যার সারমর্ম হলো  কোনো খাবারে তৈলে পড়লে,বা তার বিষ্ঠা পড়ে গেলে সেটা ফেলে দিলেই যথেষ্ট। 

প্রশ্নকারী প্রিয় বোন ভাই/বোন!
 যদি আপনি শিউর হোন যে টিকটিকির পায়খানা আপনার শরীরে লেগেছে,তারপরেও নামাজ হয়ে যাবে।
কারনে, সেটি অনেক সময়ই শুকনো থাকে,আর ভেজা থাকলেও সেটা পরিমাপের দিক থেকে এক দিরহামের চেয়ে কম হবে।
কিন্তু উক্ত পায়খানায় পানি লাগার কারনে তা যদি কাপড়ে এক দেরহামের চেয়েও বেশি ছড়িয়ে যায় তাহলে তা নাপাক হবে। বিধায় সতর্কতা মূলক উক্ত কাপড় পরিবর্তন করে নামাজ পড়ায় শ্রেয়।
আর উক্ত পায়খানা যদি শুকনো হয় তাহলে আপনার হাত নাপাকই হয়নি।বিধায় উক্ত কাপড়ে নামাজ পড়তে কোন সমস্যা হবে না।

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 409 views
0 votes
1 answer 163 views
...