আমর বাবা নাই আমি মা বাবা ছাড়া আর পরিচিত একজন মানুষ কে বিয়ে করি ।২০২২ সালে পরে আমি আমার আমার মাকে জানাই মা অনেক কষ্ট পায়। মা পরে মেনে নিয়েছে ছেলে ভালো নামাজী রোজাদার কিন্তু ২০২২-২০২৪ সালে অনেক কিছু ঘটে যায় ধৈর্য সহকারে মেনে নেই। ছেলে তখনো বেকার ছিল। কোন প্রকার আবদার ছিল না তার কাছে। কোন প্রকার লোক ছিল না তার কাছে। টাকা পয়সার জন্য কখনো তার উপর জোরাজোরি করিনি। কিন্তু মাঝেমধ্যে খুব রাগ করতাম তার কিছু কিছু কাজের কারণে যেমন সে মাঝে মধ্যে বেখেয়ালি হয়ে অনেক কথা বলতো যা মেনে নিতে আমার কষ্ট হতো। তারপরেও মেনে নিয়েছিলাম সবকিছু। ভালবাসতে শুরু করি স্বামীকে এই ৩ বছর প্রায় হয়েছে। ওকে কষ্ট দিলে ওর থেকে কষ্ট আমি বেশি পাই। ওহ অনেক সময় বুঝতো অনেক সময় বুঝতো না। এভাবে ২০২৫ সাল চলে আসে ওর জাপানে চাকরি হয় আল্লাহুম্মা বারিক।কিন্তু ছেলের পরিবারের কেউ আমাদের বেশি কিছু জানে না। আমি বলতে মানা করেছি। জাপানের ভিসা আসার পর থেকে ওর উপর কিছু মানুষিক চাপ আসে ছেলে নিজ থেকে তার পরিবারকে জানাই বিয়ে শাদীর বিষয় । ছেলের বয়স অলমোস্ট ২৬ বছর । সফটওয়্যার ইঞ্জিনিয়ার । আর আমি তার বউ hon's ফাইনাল ইয়ার চলছে। যখন থেকে ওর পরিবারের সাথে আমাদের বিষয়ে কথা বলতে শুরু করে । আমাদের মাঝে মাঝে অনেক গ্যাপ তৈরি হয়। বুঝতে পারতেছি মানসিক চাপ বেশি। কিন্তু তোমার কি অপরাধ আমিও তো চাই এই বিয়েকে সামাজিক করতে। ওর পরিবারকে যখন বলা হয়েছে প্রথমবার তার পরিবার মেয়ে মানে (আমি) আমার পরিবারকে বলে ছেলে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের যখন আসবে তখন তাকে বিয়ে দিবে। এখন খালি এংগেজমেন্ট করে রাখতে বলছে। এরপর যখন ছেলে তার পরিবারকে জোর দিয়ে বলল ওর পরিবার মেয়ের পরিবারের সাথে কথা বলে ঠিক আছে শুধু ছেলে ছেলের মা আসবে সাথে ওর মামা আনবে আর কাউকে আনবে না । কারণ আমার স্বামীর বড় ভাই কম বয়সে বিয়ে করেছিল পরিবার বাধ্য হয়ে ইন্টারে পড়ুয়া আমার ভাসুরকে দিয়ে দিয়েছিল । এই ঘটনা আজ থেকে ২০ বছর আগের কথা । যাই হোক তাই তারা যাচ্ছে এখন এনগেজমেন্ট হবে ভবিষ্যতে ডিসেম্বরে ২০২৫ সালে বিবাহ বন্ধন হবে। এই কথার সাথে মেয়ের পরিবার কোনভাবে একমত নয় । কারণ মেয়ের মা জানত যে ছেলে মেয়ে তো আগে বিয়ে করে ফেলসে। তাই মেয়ের মা দেরি করতে চাচ্ছে না। কিন্তু দিন শেষে মেয়ের পরিবার থেকে লোকজনের এই বিষয়ে জানতে বা যারা জানত না সবাই মিলে বলে । শুধু ছেলের মা আসলে এই বিয়ে দিলে ভালো হবে না কারণ তারা একদিন আগেই বলেছিল ছেলের মা, ছেলে এবং তার মামা আসবে। বিষয়টা দেখুন অবাক করার মতন। এরপর ছেলে মানে আমার সামনে আমাকে রাতে ফোন দেয় বলে আমার কি হয়েছে তার পরিবার যে সিদ্ধান্ত নিয়ে আমাকে এঙ্গেজমেন্ট করে রাখবে এসব বিষয়ে কথাবার্তা বলল। মেয়ের পরিবার মানে আমার পরিবার আমাকে বলতেছে যারা এত দ্রুত মত পাল্টায় । কথা কাজে মিল নাই । তারা ভবিষ্যতে কি করবে এসব ভেবে তারা চিন্তিত। কিন্তু মেয়ে তো বলতে পারেনা সবার কাছে যে আমার তো বিয়ে আগেই হয়ে গেছে । এসব বিষয়ের স্বামীর সাথে স্ত্রী কথা কাটাকাটি হয় রাগারাগি হয়। ছেলে তার মার পক্ষ নিয়ে কথা বলছে তার পরিবারের পক্ষ নিয়ে কথা বলছে। সে জাপান চলে যাবে তার উপর স্ট্রেস যাচ্ছে এসব নিয়ে কথা বলছে আমাকে বলতেছে "তোমার জন্য এত কিছু করলাম পরিবারকে এত কিছু বোঝানোর চেষ্টা করলাম , তারপরও তোমার মন পেলাম না।" আমি রাগ দেখিয়েছি । আমার স্বামী যদি এরকম হয় । আমি ইনসাফ খুঁজবো কার কাছে। আমি যতটুকু বুঝতে পেরেছি আমার শ্বশুর বাড়ি মানুষ সুবিধার না। আমার স্বামী বলে তার পরিবারকে নিয়ে আমাকে চলতে হবে । না হলে আমি আসলে ধ্বংস করছি সবকিছু। এই যে ৫ দিন তার পরিবারের সাথে সে কথা বলল আমার স্বামী। এই পাঁচ দিনও আমার সাথে অনেক খারাপ করছে। আমিও রাগারাগি করছি আমার রাগটা তো কোথায় যে তার স্বামীকে ভালবাসে একমাত্র সে বুঝবে। কিন্তু তোমার স্বামী বুঝে না , আমি যখন দেখতেছি আমার শ্বশুর বাড়ির মানুষ প্রতিনিয়ত মত পাল্টাচ্ছে । আমার কেমন লাগবে আপনি বলুন।
আমাকে বলুন এমন বিয়ের ভবিষ্যৎ কি? আমার কি আসলে এরকম স্বামীর সাথে সংসার করা উচিত? যার মধ্যে মা আর বউকে যার যার অবস্থানে রাখার capability নাই। সংসার শুরু হওয়ার আগেই অবস্থা। আমাকে অনেক কথা শুনেছ আমাকে অনেক জেরা করছে। কিন্তু নিজেদের ভুলগুলো বা পরিবারের পোল্টি খাওয়া ভুলগুলো নিয়ে তারা অনুতপ্ত নয়। আমি অনেক কষ্টে আছি আমার জীবন শেষ হয়ে গেছে আমার জন্য করনীয় কি ? হুজুর জানেন আমি বিয়ে করেছি কেন তাকে গোপনে কারন আমার ঘরে আমার কোন মাহরাম নেই । অ্যাটলিস্ট ভেবেছিলাম মারা গেলে আমার মাহ্ রাম আমাকে মাটি দিবে, আমার জন্য দোয়া করবে , যেহেতু তাকে আমি বিয়ের আগে দেখেছিলাম শান্ত আমি কিছু বললে চুপ করে শুনে বুঝে উত্তর দেয়, ভেবেছিলাম সে আমাকে বুঝবে, ভেবেছিলাম আমি আমার ভবিষ্যৎতের বংশদরের জন্য নিক্কার বাবা খুঁজে পেয়েছি। এখন দেখছি সব কিছুই উল্টা । আমি যে ভুল করেছি আমি এখন কি করবো ? ছেলের পরিবারকে
নিয়ে আমার অনেক সন্দেহ ছেলেকে যদি পরে বলে মেয়েকে ছেড়ে দেয় , বা তাবিজ বা কুফরি করে ছেলেকে ঘুরিয়ে ফেলে আমি কি করবো আমি বুঝতেছি না আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কুফরি করবে এ কারণে বললাম কারণ আমার শাশুড়ি মা মাজারে যায় , বাবা এমন কিছু জিনিস মানে। ছেলে জানে তার মা এমন তারপরে ও আমার স্বামী, আমার শ্বশুর, আমার ভাসুর আমার শাশুড়ির কথাই সবাই রাজি আমার শাশুড়ি রাজি না থাকলে কেউ রাজি না সবকিছুর মধ্যে ! আমাকে এখন বলুন আমি কি করবো?