আসসালামু আলাইকুম। আমি ইতেকাফে বসছি। রোজার প্রথম দিকে আমার মাসিক হয়ে গিয়েছে। প্রথম ৪টা রোজা রাখতে পারিনি অপবিত্রতার দরুন। এখন শেষ ১০ দিন ইতেকাফে বসছি। তবে আজ ইফতারে পর এশা এর একটি আগে বাথরুমে গিয়ে প্রাকৃতিক কাজ সম্পন্ন করার সময় হালকা একটু লাল দেখছি। তবে তা কোন রাস্তা থেকে পড়ছে সঠিক জানি না। কিছু দিন ধরে শরীর কিছুটা কড়া হওয়ায় নাক থেকে রক্ত পড়ছে। এখন শরীর কড়া হওয়ার দরুন কি আমার বাথরুমের রাস্তা থেকে রক্ত পড়লো নাকি আবার ও মাসিক হলো, বুঝতে পারছি না। এখন এই অবস্থায় আমার করনীয় কি? আামর ইতেকাফে কি ভেঙে গেছে? নাকি ঠিক আছে? আর ঐটুকুই হালকা রক্ত দেখছি আর কিছু নাই। এখন আমার করণীয় কী?