এর ৫ দিনের মাথায় আজ বাদ ফজর আবার একটু লাল স্রাব দেখছি। হয়তো হায়েজ শুরু হয়েছে। এখন আমার করণীয় কী? আগের রোজা গুলো ও কি কাজা করতে হবে? কাফফারা করতে হবে? নাকি রোজা গুলো হয়ে গিয়েছে ধরতে হবে? আর ইতেকাফ তো ভেঙ্গে গেল? তবে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, সকালে বাদ ফজর একটু দেখছি আর ১২ টার দিক একটু দেখছি, আর কিছু নাই। রোজা ভেঙে গেছে? কোনো কারনে শরীর কড়া হওয়ার দরূন এমন হচ্ছে কি?