একজন নওমুসলিম বোনের হয়ে প্রশ্ন করছি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায,আমি আমার পরিবারের সাথেই থাকি,তারা অমুসলিম। আমি লুকিয়ে নামাজ আদায় করি,মাঝে মাঝে সুযোগ না পেলে ইশারায় স্বলাত আদায় করি(ফরজ,সুন্নত,বিতর)! এ নামাজগুলো কি আমাকে পরবর্তীতে পুনরায়(রিপিট) আদায় করতে হবে? না-কি আদায় হয়ে যাবে?
যেহেতু ওভাবে কোন উস্তাযের সান্নিধ্যে থাকা সম্ভব হয় নি তাই দেখা গেছে হয়ত সুরা ওভাবে ঠিক মতন হয় নি। যেমন গুন্নাহ করা, কত আলিফ টান দিতে হবে, সহীহ উচ্চারণটা। সেক্ষেত্রে নামাজ রিপিট করতে হবে কিনা।