আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in সালাত(Prayer) by (1 point)
একজন নওমুসলিম বোনের হয়ে প্রশ্ন করছি।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায,আমি আমার পরিবারের সাথেই থাকি,তারা অমুসলিম। আমি লুকিয়ে নামাজ আদায় করি,মাঝে মাঝে সুযোগ না পেলে ইশারায় স্বলাত আদায় করি(ফরজ,সুন্নত,বিতর)! এ নামাজগুলো কি আমাকে পরবর্তীতে পুনরায়(রিপিট) আদায় করতে হবে? না-কি আদায় হয়ে যাবে?

যেহেতু ওভাবে কোন উস্তাযের সান্নিধ্যে থাকা সম্ভব হয় নি তাই দেখা গেছে হয়ত সুরা ওভাবে ঠিক মতন হয় নি। যেমন গুন্নাহ করা, কত আলিফ টান দিতে হবে, সহীহ উচ্চারণটা। সেক্ষেত্রে নামাজ রিপিট করতে হবে কিনা।

1 Answer

0 votes
by (604,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

اخبرنا يوسف بن عيسى، ومحمود بن غيلان، عن الفضل بن موسى قال: حدثنا مسعر، عن إبراهيم السكسكي، عن ابن ابي اوفى، قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم، فقال: إني لا استطيع ان آخذ شيئا من القرآن فعلمني شيئا يجزئني من القرآن، فقال:" قل سبحان الله، والحمد لله ولا إله إلا الله، والله اكبر، ولا حول ولا قوة إلا بالله".

سنن ابی داود/الصلاة 139 (832) مطولاً، (تحفة الأشراف: 5150)، مسند احمد 4/353، 356، 382 (حسن)»

ইবনে আবি আওফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি নবী (সাঃ)-এর কাছে এসে বলল: আমি কুরআনের কোন কিছু মুখস্থ করতে অক্ষম, তাই আমাকে কুরআন থেকে এমন কিছু শিক্ষা দিন যা আমার জন্য যথেষ্ট হবে। তিনি বললেন: "বলুন: আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এবং আল্লাহর সাহায্য ছাড়া কোন শক্তি বা শক্তি নেই।"

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 581):
"(و) لا (غير الألثغ به) أي بالألثغ (على الأصح) كما في البحر عن المجتبى، وحرر الحلبي وابن الشحنة أنه بعد بذل جهده دائماً حتماً كالأمي، فلايؤم إلا مثله
সারমর্মঃ
যে ব্যাক্তি কিরাআত শুদ্ধ পড়ার উপর শক্তি রাখেনা,সে কিরাআত শুদ্ধ পাঠ কারীর ইমাম হতে পারবেনা।
তবে তার মতো ব্যাক্তিদের ইমাম হতে পারবে।   
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি যে নামাজগুলো ইশারায় আদায় করবেন, সে নামাজগুলোর মধ্যে ফরজ আর বিতির থাকলে সে ফরজ আর বিতর নামাজগুলো পরবর্তীতে পুনরায় আদায় করে নিবেন।

এখন আপনি যেভাবে কোরআন তেলাওয়াত করা শিখেছেন, ঠিক এভাবেই নামাজের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার নামাজ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...