আসসালামু আলাইকুম,
১. আমরা কিছু ছেলেরা বিকেল বেলা খেলি ছাদে। ত তখন সাথে কিছু হিন্দু প্রতিবেশী ও আসে। তাদের নিয়েই খেলি, এতে কি গুনাহ হবে?
২. ড. মুহম্মদ সাইফুল্লাহ বলেছেন দীনের জ্ঞান ব্যতীত অন্য যেকোনো জ্ঞান অমুসলিমদের কাছ হতে নেয়া যাবে। এতে আমরা বিভিন্ন অমুসলিম শিক্ষক দের কাছে পড়ি স্কুল কলেজে। আর হিন্দু স্যার এর কাছে বাংলা কোচিং করি। এতে গুনাহ হবে? শিক্ষা হারাম হবে?
৩. ধরমীয় বিধি শুরুর আগেই খালি উপস্থিত খাবার খেয়ে অন্য ধরমের বিয়েতে যাওয়া যাবে কি? সেখানে গেলে কি এমনি কুফরি হয়?
৪. কেউ নিজের কাছে থাকা বই এর ছবি তুলে তার pdf সকল্কে দিতে পারবে কি? এখানে ত কোম্পানির pdf চুরি হচ্ছে না?
৫. অলসতা করে নামাজ না পড়ে অই সময় পড়াশোনা বা কাক করলে সে শিক্ষা আর কাজের উপার্জন হারাম হবে কি?