ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ "
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুআ করলে তা কবুল হয়। তার মাথার নিকটে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করে তখন নিয়োজিত ফেরেশতা বলে থাকে "আমীন এবং তোমার জন্যও অবিকল তাই"।(সহীহ মুসলিম-৬৮২২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুসলমান পরস্পর পরস্পরের জন্য দু'আ করলে, সেই দু'আ অতিদ্রুত কবুল হয়ে থাকে। তবে এমন আকিদা উনার দ্বারাই দুয়া করাতে হবে নইলে দু'আ কবুল হবে না। এটা সম্পূর্ণ অনুচিত ও বাড়াবাড়ি। প্রশ্নের বিবরণমতে উক্ত পদ্ধতিতে দু'আর আয়োজন করা অনেক প্রশ্নের জন্ম দিয়ে থাকে। সুতরাং এভাবে দু'আর আয়োজন থেকে বিরত থাকাই উচিত।