আস সালামু আলাইকুম ।আমার প্রশ্ন ১.আমি এক দিন একজনের সাথে কথা বলছিলাম তখন আজানের সময় হয়ে গিয়েছিল ও আমি বললাম তাকে ,এখন আজান হয়েছে কল রাখি তখন সে একটু হেসে বলল আজানের সময় কি কথা বলা যায় না।এই হাসায় কি ঈমানে সমস্যা হবে ,,,,
২.আরেক দিন আমি বললাম আজান হয়েছে কল রাকি ,,,তখন অপরপ্রান্তের ব্যাক্তি আমার সাথে রাগ করে কথা বলা ছিল একটা বিষয় নিয়ে তখন সে বলে আজানের জন্য তর কল রাখা লাগবে না তুই এমনিই খারাপ।এই জন্য কি ঈমান ভঙ্গ হয়।
৩.না জেনে ঈমান ভঙ্গ হয় এমন কথা বললে কি ঈমান ভঙ্গ হয়।
৪.ঈমান নবায়নের জন্য কি শুধু কালেমা শাহাদাৎ পাঠ করলে হবে না তওবা বাদ্যতামূলক করতে হবে ,,তওবা না করলে কি ঈমান নবায়ন হবে না।