আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
40 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামু আলাইকুম

আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবেন-

১।আমি যখন ইফতার মাখায়( তৈরি করি) তখন আমার জিহবায় একটু পর পানি আসে।আমি তা ফেলে দেই। এতে কি রোজার কোনো ক্ষতি হবে?

২।যখন মুখ ধৌত করি কিংবা নামাজের সময় কুলি করি তখন কতক্ষন বা কতবার থুথু মাটিতে ফেলব?

৩।আমার স্ত্রী রোজার সময় একটু পর পর মাটিতে থু থু ফেলে এইটা কিভাবে পরিহার করা যায়?

৪।রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে গেলে তারবির নামাজ কি বাসায় পড়া যাবে?

৫।কসমের কাফফারা যদি সামর্থ্য থাকা পরেও কেউ যদি টাকা না রাখে তার পরিবর্তে ৩ টি রোজা রাখে তাহলে কি কাফফারা আদায় হবে?

1 Answer

0 votes
by (72,810 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/4627/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

শরীয়তের বিধান হলো কফ গিলে ফেললে রোযা নষ্ট হবে না। কেননা উহা মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা রোযা নষ্ট হয় না। সুতরাং কফ গিলে ফেলার দ্বারাও রোযা ভেঙ্গে যাবেনা। (ফাতাওয়ায়ে রিয়াযুল উলুম ৩/৩০৩.

আপকে মাসায়েল আওর উনকা হল ৩/৪০৩)

,

 এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোযার কোন ক্ষতি হবে না। তবে অনেকেই বলেছেন যে অনেক থুথু,কফ জমিয়ে গিলে ফেললে রোযা মাকরুহ হয়ে যাবে।

 ,

আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভরে বমি হল। তিনি তখন বললেন-

ثلاث لا يفطرن الصائم : القيء، والحجامة، والحلم.

তিন বস্তু রোযাভঙ্গের কারণ নয় : বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।-সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪

,

وفي الحجۃ سئل ابرإہیم عمن ابتلع بلغما قال إن کان أقل من ملٔ فیہ لا ینقض إجماعاً وإن کان ملٔ فیہ ینقض صومہ عند أبي یوسف وعند أبي حنیفۃ لا ینقض ہو المعتمد۔(مراقي الفلاح مع الطحطاوي :۳۶۲

যদি কফ মুখ ভরিয়ে না হয়,তার চেয়ে কম হয়,তাহলে সর্বসম্মিক্রমে রোযা ভাঙ্গিবেনা। আর যদি মুখ ভরিয়ে হয়, তাহলে ইমাম আবু ইউসুফ রহ. এর নিকটে রোযা ভেঙ্গে যাবে। ইমাম আবু হানিফা রহ. এর নিকটে রোযা ভেঙ্গে যাবেনা। এটাই গ্রহনযোগ্য মত।

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

,

. না, এতে রোজার কোনো ক্ষতি হবে না

. এক/দুইবার ভালোভাবে ফেললেই হবে, বার বার ফেলা লাগবে না

. থুথু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না তাকে এটা বুঝানোর চেষ্টা করবেন

. এ সম্পর্কে বিস্তারিত জানুন - https://ifatwa.info/113708/

৫. কসমের ধারাবাহিক তিনটি কাফফারার প্রথমটি হল, ১০জন মিসকিনকে সকাল-বিকাল দু'বেলা খাদ্য খাওয়ানো বা বস্ত্র পরিধান করানো। খাওয়ানো পড়ানো সম্ভব না হলে, ১০জনের প্রত্যেকজনকে একটি ফিতরা সমপরিমাণ টাকা দিলেই কাফফারা আদায় হয়ে যাবে। দ্বিতীয়ত একজন গোলাম আযাদ করা। তৃতীয়ত ধারাবাহিক তিনটি রোযা রাখা। উপরের গুলো সামর্থ্য রাখলে তাই করতে হবে।

এ সম্পর্কে বিস্তারিত জানুন - https://ifatwa.info/9914/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...