আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার ৬ মাস ধরে হায়েজ বন্ধ ছিলো। ২ মাস ধরে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি এই সমস্যার জন্য। কালকে ১ম রোজার দিন দুপুরে কেমন মেটে কালার স্রাব যায়।হায়েজ শুরু হওয়ার আগে যেমন হয় তেমন। তবুও জোহরের নামাজ টা পড়ে নেই।কনফিশন দেখে।বিকালে রক্ত যায় কিছুটা পরে ধরে নেয় হায়েজ হয়ে গেছে। রোজা ভেঙে দেয়।এরপর থেকে এখন পর্যন্ত আর ব্লিডিং হয়নি।কিন্তু মেটে কালার স্রাব দেখা যায় এখন পর্যন্ত । এই অবস্থায় না পারছি নামাজ পড়তে না। পারছি রোযা রাখতে। কি করা উচিত বলুন মেহেরবানি করে।রমাদান এর মতো এই সময় পেয়েও কি ঝামেলাই পড়লাম।