আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
হুজুর একটি উত্তম পরামর্শ দিবেন ইনশাআল্লাহ,, সত্যি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত।
১। আমি বিয়ের জন্য Ahlia, OrdhekDeen-এর মতো কয়েকটি ওয়েবসাইটে বায়োডাটা দিয়েছিলাম (আম্মু আব্বুর সম্মতিতেই)। তবে সমস্যা হলো, আব্বু একদমই অনলাইনে পাত্র দেখায় বিশ্বাস করেন না। অনেক ভালো প্রস্তাব আসলেও তিনি গ্রহণ করেন না, বরং বারবার বলছেন যেন বায়োডাটা ডিলিট করে দেই। শেষ পর্যন্ত রাগে-দুঃখে বায়োডাটা হাইড করে রেখেছি।
সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন যদি অফলাইনে কোনো প্রস্তাব আসে, সেটাও গ্রহণ করবো না, ভালো হলেও না করে দেবো! কিন্তু এই সিদ্ধান্তেও দৃঢ় হতে পারছি না। কারণ, জীবনে যতবার আম্মু-আব্বুর মতের বাইরে কোনো কাজ করেছি, কখনো সফল হইনি, সবসময় বিপদে পড়েছি। অন্যদিকে, যেকোনো কাজে আম্মুর পরামর্শ নিয়ে এগুলেই সব সহজ হয়ে যায়।
এদিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখি, অনেকেই পরামর্শ দেন যে অনলাইনে পাত্র/পাত্রী খোঁজা নিরাপদ নয়। ফেসবুক গ্রুপ ও বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতারণার গল্প শুনেছি। অনেকেই নাকি সঠিক তথ্য দেন না, মিথ্যা বলে।
কিন্তু একই সঙ্গে দেখি, অনেকেই আবার অনলাইনে বিয়ে করে সুখী হয়েছেন এবং ইতিবাচক রিভিউও দেখি।
এখন সত্যি বুঝতে পারছি না—আমার জন্য কোনটি উত্তম হবে?
অনুগ্রহ করে একটি উত্তম পরামর্শ দিবেন?
পরিবারকে কীভাবে বোঝানো যায়? অনলাইনে চেষ্টা করা উচিত, নাকি একদম বন্ধ করে দেওয়া ভালো?
২। বিয়ের কিছু আমল বলে দিন হুজুর, আমার পরিবার বিয়ে নিয়ে এতো সিরিয়াস না। এদিকে বয়স বেড়ে যাচ্ছে।
৩। মা-বাবার প্রতি ঘৃণা, রাগ দিন দিন শুধু বাড়ছেই, কিন্তু আমি এগুলো বাড়াতে চাই না। এগুলো থেকে কিভাবে বের হব।