দ্বীনের পথে আসার পূর্বে আমি হারাম সম্পর্কে লিপ্ত ছিলাম এবং জিনাও করেছি। এতোই বেদ্বীন ছিলাম যে রোজার মাসেও জিনা করেছি(হারাম শারিরীক সম্পর্ক) আর অনেক বার হস্তমৈথুন করেছি। কিন্তু আমি সিউর না ঠিক কতোটা রোজা আমি হস্তমৈথুনের কারণে ভেঙ্গেছি। কতোটা রোজা জিনা করে ভেঙ্গেছি অথবা কয়টা রমাদান মাস এমন জিনা করেছি সেটাও কনফিউজড যেহেতু এগুলো প্রায় বেশ কিছু বছর আগের কথা৷ ফতোয়া মতে দেখেছিলাম স্ত্রী সহবাসের কারণে ভঙ্গ রোজার জন্য প্রতি রমাদানের জন্য একটি করে কাফফারা দিতে হবে। কিন্তু আমি সিউর না কয়টি রমাদান আমি এমন জঘন্য কাজ করেছি। খুব সম্ভবত ৩ টি অথবা ৪ টি। আর হস্তমৈথুনের মাধ্যমে অসংখ্য রোজা ভেঙ্গেছি। আমি এখন জানতে চাচ্ছিলাম যে
১. যেহেতু হায়েজের জন্য টানা ৬০ টা রোজা রাখা সম্ভব নয় এবং লোকলজ্জার কারণেও সম্ভব নয়(যদিও আমার শারীরিক কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, শুধু একটানা রোজা রাখলে দূর্বল হয়ে পড়ি)। এক্ষেত্রে আমি কি ৬০ টি রোজা না রেখে ৬০ জনের ফিতরা আদায় করলে কাফফারা হবে?
২. হস্তমৈথুনের মাধ্যমে রোজা ভাঙলে কি শুধু কাযা রোজা রাখলেই হবে নাকি কাযা রোজার সাথে কাফফারাও দিতে হবে? নাকি শুধু কাফফারা দিলেই হবে?
৩.হস্তমৈথুনের মাধ্যমে কয়টি রোজা ভেঙ্গেছি তা যেহেতু সংখ্যাটা জানি না তাহলে যদি কাযা রোজা রাখতে হয়,সেক্ষেত্রে কয়টি কাযা রোজা রাখবো? আর যদি কাফফারা দিতে হয় তাহলে এই পর্যন্ত যতোগুলো রমাদানের যত রোজা ভেঙ্গেছি সবগুলো মিলিয়ে একটি কাফফারা দিলেই হবে? নাকি প্রতি রমাদানের জন্য আলাদা আলাদা একটি একটি কাফফারা দিতে হবে?
৪. হারাম শারীরিক সম্পর্কের মাধ্যমে যেই রোজাগুলো ভেঙেছে সেগুলোর কাফফারা কিভাবে দিবো? কয়েকটা রমাদানেই যেহেতু ভেঙ্গেছে তাই প্রতি রমাদানের জন্য একটি করে যতোগুলো রমাদানে এমন হারাম শারিরীক সম্পর্কের মাধ্যমে রোজা ভেঙ্গেছি ততোগুলো কাফফারা দিবো নাকি সবগুলো মিলিয়ে একটি কাফফারা দিয়ে দিলেই কাফফারা আদায় হয়ে যাবে?
৫. বর্তমান দ্রব্যমূল্য অনুযায়ী একটি ফিতরায় কত টাকা আসবে?
সবশেষে বলবো আমার জন্য খাস করে দু'আ করবেন আল্লাহ যেনো আমাকে মাফ করে দেন এবং আরও বেশি বেশি তাওবা করার সুযোগ দেন।