১. আমাদের একজন আত্মীয় গরিব, তাকে যাকাতের টাকা দিতে চাচ্ছি কিন্তু সে এ টাকায় বিবাহের অনুষ্টানে খাওয়াবে। এটা কি জায়জ আছে? কারণ বিবাহে তো এমন মানুষ ও আসবে যে যাকাতের টাকা খাওয়ার যোগ্য না।
২. যাকাতের টাকা দিয়ে কি ফুড পেকেট করা যাবে?
৩. যাকাতের টাকা কি এমন পরিবারের এক সদস্য কে দেয়া যাবে যে পরিবার যাকাত খাওয়ার যোগ্য না। যেমন এক মেয়ে কে আমি টাকা দিলাম গিফট জামা কিনতে কারণ তার নিজস্ব কোনো সম্পতি নেই কিন্তু তার পরিবার যাকাত খাওয়ার যোগ্য না। এটা কি জায়েজ?
৪. আমার মামার অনেক জমি আছে, গরু আছে ৪/৫ টা কিন্তু ক্যাশ টাকা নাই, সংসার চালাতে কষ্ট তার ব্যবসা নাই আর কৃষি কাজে তো টাকা আসে না প্রতি মাসে। সে কি জাকাত পাবে?
৫. আমার নানু মামার সংসারে থাকেন উনার হাতখরচ কি দিতে পারবো যাকাতের টাকা থেকে?