আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ্ সম্মানিতা উস্তাজ।
একজন মেয়ে,তাকে বিয়ের আগেও পরিবার থেকে অনেক মানসিক ও শারীরিক কষ্ট দেয়া হয়েছে আবার বিয়ের পরও শশুর বাড়ি থেকে মানসিক কষ্ট দেয়া হয়,যেমন:অপমান,অপদস্ত,মনে আঘাত দেয়া ইত্যাদি।সে অনেক ধৈর্য্য ধরার চেষ্টা করে কিন্তু যদি কখোনো এমন কোনো কথা বলে ফেলে যেটাতে পরিবারের কেউ কষ্ট পায় তাহলে কি গুনাহ হবে?
মেয়েটি ভিষন ওয়াসওয়াসায় আক্রান্ত মাঝে মাঝে অনে চেষ্টা করেও রাগ কন্ট্রোল করতে পারেনা,পাগল পাগল লাগে, স্বামীর সাথে বাদাবাদি লেগে যায় পরে মনে হয় এটা কি করলাম কেন করলাম।করনীয় কি?