আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
94 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (15 points)

আসসালামু আলাইকুম শাইখ,
সম্প্রতি youtube channel (The Believer Bangla) থেকে বেশ কিছু ভিডিও আল-আমিন নামের এক ব্যাক্তি আপলোড করছেন, এবং তার মতামত হচ্ছে
১| ভন্ড মাসিহ দাজ্জালের যে সকল হাদীস সহীহ বুখারী আর মুসলিমে বর্ণিত আছে সে সব অধিকাংশই জাল এবং পরস্পর সাংঘর্ষিক। তার উক্ত ভিডিও ১লক্ষ মানুষ দেখেছেএবং যদি তার ব্যাখা ভুল হয়তাহলে তার ভুল ব্যাখা এই উম্মতের মাঝে ছড়িয়ে যাচ্ছে!

২| সূরা ক্বমারের আয়াত ১ নিয়ে তার মতামত হলো নবীজি স এর মু'যিজা তথা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে সহীহ আল বুখারীতে যে হাদীস এসেছে তা জাল, এবং সূরা  কামার এর আয়াত ১ এর যে তাফসীর আছে সেটা ও ভুল তাফসীর। মূলত সূরা ক্বমারের ভুল তাফসীরের জন্যই নাকি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার জাল হাদীস মানুষের মাঝে তৎকালীন রেওয়াজ হয়েছে।

*তার ভিডিও গুলোর মাধ্যমে অনেকাংশ বিভ্রান্তিতে রয়েছেযা ভিডিও কমেন্ট বক্স ভ্রমণ করলে দেখা যাবে

*দয়া করে নিচের দেয়া ভিডিও লিংকটির ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের সঠিক ধারণার জন্য তার মতামত সম্পর্কে

https://www.youtube.com/watch?v=wxYFe03KeUI&ab_channel=TheBelieverBangla

এখন আমার প্রশ্ন হলো,
আপনারা কিভাবে তার ব্যাখার সঠিক জবাব দিবেন আমাকে?
তার ব্যাখার ভুল গুলো ব্যাখা সহ আমি জানতে চাই আপনাদের নিকট
৩| তার উক্ত গবেষণায় কি কি ভুল আছে বলে আপনারা মনে করেন?
|সূরা ক্বমারের আয়াত ১ এর ব্যাকারণিক ব্যাখা জানতে চাইযা ভবিষ্যৎ না অতীত নির্দেশ করে?

আপনাদের সঠিক সমাধানের আশায়!

জাযাকাল্লাহু খইরান

1 Answer

0 votes
by (633,180 points)
অতীব জরুরী ও সাধারণ মাস'আলা মাসাঈল আয়ত্বে না থাকার কারণে দৈনন্দিন জীবনে দ্বীন-ইসলাম পালন করতে, যে সমস্ত দ্বীনি ভাই-বোন থমকে দাড়ান,এবং যাদের দ্বীনি ইলম অর্জনের কাছাকাছি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নেই, মূলত তাদেরকে দিকনির্দেশনা দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস .....
মুহতারাম/মুহতারামাহ!
দ্বীনের পরিধি অনেক ব্যাপক, সকল বিষয়ে আলোচনা করা বা দিকনির্দেশনা দেওয়া স্বল্প পরিসরের এই ভার্চুয়ালি মাধ্যম দ্বারা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। চেষ্টা করলেও প্রশ্নকারীর পিপাসা মিটানো সম্ভব হবে না। প্রত্যেক বিষয়ে আমরা শুধুমাত্র সামান্য আলোকপাত করে থাকি।
উপরোক্ত প্রশ্নটির ব্যাপারে উলামায় কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে। মতবিরোধপূর্ন প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য স্থান, কাল, পাত্র অনেক কিছুই জানার প্রয়োজন হয়। যেটা অনলাইনে জানা সম্ভব হয় না।
তাই এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনার এলাকার সংশ্লিষ্ট উলামায় কেরামের সাথে সরাসরি যোগাযোগ করা আপনার জন্য কল্যাণকর হবে বলেই আমাদের ধারণা।
তাছাড়া ইলম অর্জনের জন্য সফর করা অত্যান্ত  জরুরী। এবং কষ্ট করে ইলম অর্জন করাই আমাদের  আকাবির আসলাফদের রীতি ও নীতি। এদিকেই কুরআনের এই আয়াত ইঙ্গিত দিচ্ছে,
ۚفَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দ্বীনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্ব-জাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে।(সূরা তাওবাহ-১২২)

সুতরাং আপনাকে বলবো, আপনি বিস্তারিত জানতে স্ব-শরীরে কোনো দারুল ইফতায় যোগাযোগ করবেন।
প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।আল্লাহ তা'আলা আপনার ইলম অর্জনের স্পৃহাকে আরোও বাড়িয়ে দিক, আমীন!!এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+3 votes
1 answer 370 views
0 votes
1 answer 50 views
0 votes
1 answer 114 views
...