আসসালামু আলাইকুম শাইখ,
সম্প্রতি youtube channel (The Believer Bangla) থেকে বেশ কিছু ভিডিও আল-আমিন নামের এক ব্যাক্তি আপলোড করছেন, এবং তার মতামত হচ্ছে
১| ভন্ড মাসিহ দাজ্জালের যে সকল হাদীস সহীহ বুখারী আর মুসলিমে বর্ণিত আছে সে সব অধিকাংশই জাল এবং পরস্পর সাংঘর্ষিক। তার উক্ত ভিডিও ১লক্ষ মানুষ দেখেছে, এবং যদি তার ব্যাখা ভুল হয়, তাহলে তার ভুল ব্যাখা এই উম্মতের মাঝে ছড়িয়ে যাচ্ছে!
২| সূরা ক্বমারের আয়াত ১ নিয়ে তার মতামত হলো নবীজি স এর মু'যিজা তথা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে সহীহ আল বুখারীতে যে হাদীস এসেছে তা জাল, এবং সূরা কামার এর আয়াত ১ এর যে তাফসীর আছে সেটা ও ভুল তাফসীর। মূলত সূরা ক্বমারের ভুল তাফসীরের জন্যই নাকি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার জাল হাদীস মানুষের মাঝে তৎকালীন রেওয়াজ হয়েছে।
*তার ভিডিও গুলোর মাধ্যমে অনেকাংশ বিভ্রান্তিতে রয়েছে, যা ভিডিও কমেন্ট বক্স ভ্রমণ করলে দেখা যাবে।
*দয়া করে নিচের দেয়া ভিডিও লিংকটির ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের সঠিক ধারণার জন্য তার মতামত সম্পর্কে
https://www.youtube.com/watch?v=wxYFe03KeUI&ab_channel=TheBelieverBangla
এখন আমার প্রশ্ন হলো,
১| আপনারা কিভাবে তার ব্যাখার সঠিক জবাব দিবেন আমাকে?
২| তার ব্যাখার ভুল গুলো ব্যাখা সহ আমি জানতে চাই আপনাদের নিকট
৩| তার উক্ত গবেষণায় কি কি ভুল আছে বলে আপনারা মনে করেন?
৪|সূরা ক্বমারের আয়াত ১ এর ব্যাকারণিক ব্যাখা জানতে চাই, যা ভবিষ্যৎ না অতীত নির্দেশ করে?
আপনাদের সঠিক সমাধানের আশায়!
জাযাকাল্লাহু খইরান