আসসালামু আলাইকুম উস্তায,
আমার একজন বোনের প্রেমের সম্পর্ক ছিলো, যিনা থেকে বাঁচতে তারা গোপনে বিয়ে করেন,বিয়ের চার বছর পর তার স্বামী বোনটির পরিবারে প্রস্তাব নিয়ে যেতে পারবেনা বলে তাকে তালাক দিয়ে দেয়।,বোনটির পরিবার এই বিয়ে নিয়ে জানেন না।বিয়ে,তালাক এই ব্যাপারে বাবা-মা জানলে অনেক বেশি কষ্ট পাবেন,অনেক অসুস্থ হয়ে যাবেন,তাই তাদেরকে কোনভাবেই এই নিয়ে জানানো যাবেনা।
বর্তমানে আপুর বাবা-মা বিয়ের জন্য খোঁজ করছেন।
এখন যদি সেই বোন পরিবারের ঠিক করা পাত্রের সাথে বিয়ে করে নেয় আর পাত্র বা তার পরিবারকে এই বিয়ের ব্যাপারে না জানায় তাহলে কি তিনি গুনাহগার হবেন?
ছেলেপক্ষকে এই বিয়ের ব্যাপারে জানানো উচিত হবে কি?