হুজুর আপনি বুঝতে পারেন নাই কথাটা আহলেহকের প্রশনো টা আমার না। আমি আমার সমস্যার পর নেট ঘাটাঘাটি করে আহলেহকের প্রশনো টা পাইছি যেটা কিছুটা আমার সমস্যার মতোই।। নিচে আমার প্রশনোটি থাকলো :
আসসালামু আলাইকুম হুজুর আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ইমদাদুল হুজুরের কাছে জানতে চাই
আমার নাম: ফজলে রাব্বি
ঠিকানা:দিনাজপুর জেলা
আমার জানার বিষয় হচ্ছে। আমি মানসিক
পেরেশানি আর টেনশনের কারনে মনের কষ্টে রাগে বলি যে (আল্লাহর উপর আমার ভরসা নাই। আল্লাহ উপরে বসে বসে তামাশা দেখতিছে আর শয়তান লাগায় দিছে)।
উক্ত কথার কারণে কি আমার ঈমান চলে গেছে।
মূল ঘটনা
কথা গুলো বলি ঠিক এভাবে
আমার মানসিক পেরেশানির কারনে রাগ করে মনের কষ্টে বিছানায় বসে আছি আর আমার আহালিয়া আমাকে শান্তনা দেওয়ার জন্য বলে আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আর তখনি আমি বলি (আল্লাহর উপর আমার ভরসা নাই আর সামান্য একটু পর বলি আল্লাহ উপরে বসে বসে তামাশা দেখতিছে আর শয়তান লাগায় দিছে)।আর এসব আমার মানসিক পেরেশানির কারণে মনের কষ্টে বলি
এখন আমার জনার বিষয় হলো আল্লাহর উপর আমার ভরসা নাই এই কথার কারণে কি আমার ঈমান চলে গেছে।
আর আমাদের বিয়ে ঠিক আছে কিনা।
আর এসব ঘটনা ঘটার দুই দিন পরে আমার বউয়ের সাথে ঝগড়া করে রাগ করে বলছি যে তোমাকে এক তালাক দিলাম
সেটা কি পতিত হবে নাকি হবে না।
আমি তাবলীগের সাথী হুজুর পরিপূর্ণ সুন্নতি লেবাস বর্তমানে আমার আমি জেনারেলে কলেজে পড়াশোনা করছি। আর এখন বর্তমানে নূরানী মাদ্রাসায় বাংলা ইংরেজি টিচার হিসেবে নিয়োজিত আছি।
আমি যেদিন আল্লাহ কে নিয়ে ঐসব কথা বলি তার পরের দিন সম্ভবত মাদ্রাসায় যখন ক্লাস নেই আমি নিজে নিজে কালিমা পড়ি এই মনে করে যে আমার ঈমান চলে গেছে মনেহয় তাই কালিমা পড়ি। কিন্তু বিবাহ দোহরাই নাই।। আর নিজে নিজে
আর একা একা ঈমান দোহরানো যায় কিনা
জনাবেন। আর ঈমার দোহরালে কি বিবাহ দোহরানো লাগবে কিনা।
* আমারো কি ঈমান চলে গেছে। কারন আমিও তো আল্লাহর উপর ভরসা নাই বলছি রাগ করে মানসিক পেরেশানি আর টেনসনে।
এখন এই কমেন্ট পড়ে এবং আগের কমেন্ট পড়ে একটু জানাবেন দয়াকরে
এতটুকু শুধু জানান ঐটা পতিত হবে কিনা
আর আপনাদের কোর্সে ভর্তি হবার অপশন তো নাই সব তো লক করা ভর্তি হবো কিভাবে
আবার স্বরন করিয়ে : আহলে হক মিডয়া থেকে আমি ফতোয়া নেই নাই হুজুর ।আহলে হকের হকের প্রশনো টা অন্য কোন জনের আমি কপি করছি বুঝার খাতিরে
আমার প্রশনো উপরের টুকু