ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পাওনা টাকার যাকাত দিতে হবে কি?
যাকাত একটি ইবাদত।আর ইবাদত সমূহের মধ্যে এটাই মূলনীতি যে,ইবাদত সমূহকে শুরু করার পূর্বেই সে ইবাদতের নিয়্যাত করতে হবে এবং করাই জরুরী।কিন্তু আপনি তো ব্যক্তিকে যাকাতের নিয়তে উক্ত মাল দেননি।তাই এখন যাকাতের নিয়ত করলেও যাকাত আদায় হবে না।(কিতাবুল-ফাতাওয়া-৩/৩২৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হ্যা আপনি এটা করতে পারেন যে,আপনার উক্ত বন্ধু যদি যাকাত গ্রহণের শরয়ী উপযোক্ত থাকে,তাহলে প্রথমে কিছু টাকা যাকাত হিসেবে দিয়ে দেন,হস্তগত করার পর সাথে সাথেই তার কাছ থেকে উক্ত টাকাকে উসূল করে নেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1477