আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১) হাসপাতালে রোগী মারা গেলে কোন নার্স যদি মৃত ব্যক্তি কে টাচ করে তাহলে গোসল না করে তিনি নামাজ পড়তে পারবেন?
২) নামাজে সাহু সিজদা ওয়াজিব হলে কেউ যদি শেষ বৈঠকে তাশাহুদের পরে একবার সালাম না ফিরিয়ে বরং তাশাহুদ, দরুদ, দু'আ মাসুরা পড়ে দুইদিকে সালাম ফিরায় এবং তারপর ২ টা সিজদা দেয়, এক্ষেত্রে ২ সিজদাহ দেয়ার পর আবার কি তাশাহুদ দরুদ পড়তে হবে? নাকি শুধু ২ সিজদাহ দিলেই হবে?
৩) আমার মাকে কুরআন পড়া শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি আঈন, হা, মোটা হরফ এসব শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না,তাজবিদের নিয়ম পারে না। এক আলিফ টানও ভুল হয়। তিনি প্রচুর সহজ সরল প্রকৃতির মাশা আল্লাহ, ফলে তাকে শেখানোর চেষ্টা করেও লাভ হয় নি। তিনি ভুলই পড়তে থাকেন।
বি.দ্র. আমার মায়ের পড়ায় ভুল হলেও প্রচুর কুরআন পড়ায় সময় দেন, বলতে গেলে কুরআন নিয়েই তার সকাল সন্ধ্যা কাটে আলহামদুলিল্লাহ। আমরা ভাইবোনেরা সবাই দূরে থাকি, তিনি তার সময় কাটায় কুরআন এর সাথে আলহামদুলিল্লাহ। কুরআন, নামাজ পড়েন আর আল্লাহর সাথে এতো সুন্দর ভাবে কথা বলেন যা দেখলেই অন্তর প্রশান্ত হয়ে যায়, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফীহ।
এ অবস্থায় ভুল পড়লেও তাকে কুরআন পড়তে নিষেধ করার সাহস আমার হয় না, আবার চেষ্টা করেও শুদ্ধ করতে পারছি না, এক্ষেত্রে কি করণীয়?