আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে, বর্তমানে আমি ইদ্দত পালন করছি। আমার ১ বছরের ছেলে সন্তান আছে। কিছু প্রশ্ন জানার আছে, যথাযথ উত্তর দিবেন ইনশাআল্লাহ।
১) আমি আমার সন্তানকে আমার কাছে রাখতে চাই। অনেক প্রশ্নের উত্তরে দেখলাম ছেলে বাচ্চা ৭ বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকবে যদি বিয়ে না হয় অন্য জায়গায়। আমি যদি কখনোই আর বিয়ে না করি তবে কী আমার সন্তানকে আজীবন আমার কাছে রাখতে পারবো?
২) কতদিন পর্যন্ত আমার সন্তানের ভরনপোষণ নিতে পারবো তার বাবার কাছে থেকে?
৩) আমার সন্তানের বাবা একজন ডাক্তার। কিন্তু সে দ্বীনদার নয়, পাঁচ ওয়াক্ত সালাতও ঠিকমতো আদায় করেনা। তার দ্বিতীয় স্ত্রী আছে। সে বলে বাচ্চাটাকে যেনো তাদের কাছে দিয়ে দেই,তারা তাকে অনেক যত্নে রাখবে। আমি জানি তাদের কাছে থাকলে আমার সন্তান অনেক বিলাসিতার জীবন পাবে।কিন্তু তার আখিরাত গোছানো হবেনা। আমি মা হয়ে কী করে সহ্য করবো যে আমার সন্তান বিপথে চলে যাবে। আমি যদি বাচ্চাটাকে তাদের কাছে দিয়ে দেই, আর সে যদি দ্বীনদার না হয়ে দুনিয়াদার হয়ে যায় তবে কী কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে?
৪) যদি তারা জোর করে আমার সন্তানকে আমার কাছে থেকে নিয়ে নেয় তবে কী তা আমার প্রতি জুলুম করা হবে না? একজন মায়ের কাছে থেকে সন্তানকে ছিনিয়ে নিলে আল্লাহ কী তাদের পাকড়াও করবে না?
৫) যদি আমার সন্তানের বাবার কাছে থেকে অনুরোধ করে, তাকে রাজী করিয়ে আমার সন্তানকে আজীবন আমার কাছে রাখার পারমিশন নিতে পারি, আর সে যদি পারমিশন দেয় যে বাচ্চাটিকে নিয়ে আমি অন্যএ বিবাহ করতে পারবো তবে কী তা জায়েজ হবে? আমি কোনো অবস্হাতেই আমার সন্তানকে ছাড়া থাকতে পারবোনা।
৬)ইদ্দত শেষ হলে বাচ্চাকে নিয়ে অন্য জেলায় স্থানান্তরিত হবো, আমাকে কাজ করতে হবে তাই।এখন বাচ্চার বাবা, দাদা অডিও, ভিডিও কলে কথা বলবে। আমার সন্তান তো একা কথা বলতে পারবেনা, সেক্ষেত্রে আমি কীভাবে আমার কন্ঠের হেফাজত করবো?