আসসালামু আলাইকুম।
আমার স্বামী আমাকে কিছুদিন আগে ৩য় তালাক দিয়েছে রাগের মাথায়।বর্তমানে আমি ইদ্দত পালন করছি। আমি তার প্রথম স্ত্রী এবং তার ২য় স্ত্রীও আছে। আমাদের ১ বছরের ছেলে সন্তান আছে। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই বাচ্চাটার ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। বাচ্চাটাকে তার বাবা খুব ভালোবাসে। তাকে নিয়ে আমি চলে গেলে তার জীবন যাপন স্বাভাবিক হবেনা। আবার তার কাছে বাচ্চাটাকে দিলে আমি মা হয়ে স্বাভাবিকভাবে চলতে পারবোনা। আমার বাবার আর্থিক অবস্থাও ভালোনা,আমার ভরনপোষণ কোনোভাবেই চালাতে পারবেনা, আবার তাদেরকে সামাজিকভাবে অনেক হ্যনস্তার স্বীকার হতে হবে।
এমতাবস্থায় যেহেতু আমার অন্যএ বিবাহ ছাড়া তার সাথে সংসার করা হারাম, সেহেতু আমি অন্যএ বিয়ে করতে চাই,কিন্তু সংসার করার উদ্দেশ্যে নয়। ধরুন উস্তায আমি আমার কোনো বিবাহিত ছেলে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিলাম, সে জানবে আমি ডিভোর্সি এবং আমার একটি ছেলে সন্তান আছে। এখন সে আমাকে বিয়ে করতে রাজী হলো এবং বিয়ে করলো। এরপর আমি কোন কোন অবস্থায় তার কাছে তালাক চাইতে পারবো?
১) আমি কী তার কাছে কোনো কিছুর বিনিময়ে খোলা তালাক চাইতে পারবো? এটা কী জায়েজ হবে?
২) বিয়ের পর আমি যদি তাকে আমার সার্বিক অবস্থা বলি এবং তাকে জানাই যে সে আমাকে তালাক দিলে আমি পূর্বের স্বামীর কাছে ফেরত যাবো। এভাবে তালাক নেওয়া কী জায়েজ হবে?
৩) অথবা সে যদি আমাকে সামাজিকভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অসম্মতি জানায় তবে কী আমি তার কাছে তালাক চাইতে পারবো? এটা কী জায়েজ হবে?
৪) অথবা যদি তার কোনো দোষ আমার সামনে আসে যেটা ইসলামে জায়েজ নেই এবং সে যদি তা থেকে ফেরত আসতে না চায় তবে কী এসবের জন্য তালাক চাওয়া জায়েজ হবে?
প্রিয় উস্তায পার্থিব এই দুনিয়ার বিনিময়ে আমি আমার আখিরাত হারাতে চাইনা। আমি আমার আল্লাহকে ভয় করি।আমি তার সামনে দাঁড়ানোকে ভয় করি, আমি তার সামনে জবাবদিহিতার ভয় করি। উস্তায এই দুনিয়ার দুঃখ কষ্ট মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে কিন্তু পরকালীন জীবনের কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। যেটা করা জায়েজ হবে সেটাই বলবেন আমাকে। উস্তায আমি হয়তো মনে মনে গোপন করছি যে আমি সংসার করবোনা, কিন্তু আমার আল্লাহ তো জানেন আমার অন্তরেের খবর, এটা কী প্রতারণা হবে না? এর জন্য কী আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহ কী আমার প্রতি অসন্তুষ্ট হবেন? এভাবে প্রথম স্বামীর কাছে ফিরলে সেই বিয়েতে কী কল্যান থাকবে?