السلام عليكم و رحمة الله و بركاته
অনলাইন থেকে কিছু বইয়ের সাথে কুরআনের মুসহাফ আনিয়েছিলাম। কুরিয়ার থেকে অন্যান্য পার্সেল যেভাবে আনে সেভাবেই এনেছে।এক্ষেত্রে কি কুরআনের আদব রক্ষা হয়েছে?আর আমি মুসহাফগুলো অন্য একজনের কাছে কুরিয়ারে পাঠাব।কুরিয়ারে তো আর জানে না এর ভেতর মুসহাফ রয়েছে।তারা অন্যান্য পার্সেলের মতোই পাঠাবে।এক্ষেত্রে কি গুনাহ হবে?আদব রক্ষার্থে কী করতে হবে?