আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাজ,
এক বোনের স্বামী বিদেশে, উনি কি তার ১৩ বছর এমন বয়সী ভাইয়ের ছেলে কে নিয়ে সফর করতে পারবে? উনার এক আত্মীয়র বিয়ে ব্রাহ্মনবাড়িয়া। উনি যাবেন যাত্রাবাড়ী, ঢাকা থেকে। না গেলে আত্মীয় রাগ করবে, সম্পর্ক খারাপ হতে পারে ( এমনি কিছুটা মনোমালিন্য অলরেডি আছে) । উক্ত বোনের একজন উপযুক্ত বয়সী ভাই আছে, কিন্তু উনি কিছুতেই যাবেন না। আর সেই ভদ্রলোক মাহরাম সফরসঙ্গীর ব্যাপার এসব বুঝে না বা মানে না। পরামর্শ দিলে উপকার হয় উস্তাজ ইন শা আল্লাহ্‌।
জাঝাকাল্লাহু খাইরন