আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
১) দ্বীনি মহলে বিয়ে সংক্রান্ত বিষয়ে শোনা যায় যে, বিয়ের প্রস্তাবের কথা গোপন রাখতে হয় । আর বিয়ের খবর প্রকাশ করতে হয়।
এই সংক্রান্ত হাদিস বা শরীয়তের হুকুম জানতে চাই
২) বিয়ের মোটামুটি ফাইনাল কথাবার্তা চলাকালীন সময়ে যদি কেউ জিজ্ঞেস করে যে, বিয়ে ঠিক হয়েছে কিনা বা কোথাও ফাইনাল কথা চলতেছে কিনা । তখন সেটা অস্বীকার করা বা আমার তো সব সময়ই কথা চলতেই থাকে এরকম বলা টা কি নিফাকি নাকি হিকমত?
৩) দ্বীনি কাজের ক্ষেত্রে হেকমতের সাথে করতে হয়। নিফাকি আর হিকমত এর মধ্যে পার্থক্য জানতে চাই। কোনটা নিফাকি আর কোনটা হিকমত বুঝবো কি করে?
এই সংক্রান্ত কোন কিতাব আছে কিনা?