আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তাজ। আমি একজনকে বিয়ে করার ব্যাপারে ইস্তিখারার সালাত আদায় করেছিলাম। অতঃপর ঘুমিয়ে যাই। এবং স্বপ্নে দেখি আমি কিছু বিড়ালছানা কে খাবার খেতে দিচ্ছি৷ মাছ, ভাত। এর সাথে কি ইস্তিখারা সালাত এর কোনো সম্পর্ক আছে? ইস্তিখারার উত্তর আছে? যদি একটু বলতেন ইন শা আল্লাহ ।
( উস্তাজ, খুব দুঃখিত, যদি প্রশ্নটি অপ্রাসঙ্গিক দেখায়)