আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন ধরে ইস্তেখারা পড়ছিলাম,হয়ত এটারই ফলস্বরূপ স্বপ্নটা দেখেছি ,নাও হতে পারে,আল্লাহ ভালো জানেন।তো আমি যা দেখেছি,অনেকটা এরকম।
আমি ক্যাডেট কলেজে(এ সম্পর্কে আগেও করেছিলাম,উত্তরও পেয়েছি আলহামদুলিল্লাহ , নিচে paste করে দিচ্ছি ইং শা আল্লাহ) গিয়েছি আবার।খাকি পরে আছি,তাই অনেক কান্না আসছিল।এমন ড্রেস পরে গা ও ঘিনঘিন করছিল।তখনই কঅলেজের আমার রুমে দুইজন স্যার ঢুকসেন।তাই আমি তারাতাড়ি করে পাশে থাকা ওড়নাটা তাই পরে নিসি।মুখটাও ঢাকার চেষ্টা করছিলাম।এমন দেখে স্যারদের মধ্যে একজন আমাকে অনেক ঝাড়াঝারি করসে,ইভেন এক পর্যায়ে টান দিয়ে ওড়না সরায় ফেলসে,আর সাথে সাথেই আমি চিল্লায় কান্না করা শুরু করসি।স্বপ্নের মাঝে কাঁদতেসিলাম,আর বাস্তবেও!এমনে কান্না করতে দেখে আম্মু বিচলিত হয়ে ঘুম থেকে উঠায়ে আমাকে জিজ্ঞেস করসে এমনে কাঁদতেসি কেন,কি হইসে।আমি তখন আবিষ্কার করলাম যে সত্যিই আমার চোখে পানি ছিল আর এতক্ষণ স্বপ্ন দেখছিলাম।আর ক্যাডেটকলেজেরপার্স্পেক্টিভ অনেকটা এমনই..
আগের প্রশ্নটি....(এটা দিলাম কজ ক্যাডেট কলেজ সম্পর্কে বিস্তারিত আছে এখানে,)
আসসালামুআলাইকুম,আমি ক্যাডেট কলেজ নামক একটি প্রতিষ্ঠানে পড়ি,বর্তমানে ৯ম শ্রেনিতে আছি।দ্বীনের বুঝ পেয়েছি বেশিদিন হয়নাই,৩-৪ মাস,আমার family moderate, soঅনেক burden normallyআছেই properlyদ্বীন মানতে।তো গত ৩ মাসে অনেক কাহিনি হয়েছে বাসায়,যেমন একটা মডারেট ফ্যামিলিতে হয় আর কি,জংগী আমার নিকনেমই হয়ে গেছে এখন,আর as a cadet আমার এই change ফামিলি আর রিলেটিভসের জন্য একটা আশ্চর্য বিষয়,তো যাই হোক এগুলি সহ্য করতে করতে এখন গা সওয়া হয়ে গেছে,actually it is very difficult for me now,আর আমার ফ্যামিলি সম্পর্কে এতটুকুই যথেষ্ট যে আমার আব্বু আমাকে নামাজ ছাড়া অন্য যেকোনো ইবাদত করতে নিষেধ করেছেন ।যেভাবেই হোক এই situation এর সাথে এখন মানায় নিয়েছি আলহামদুলিল্লাহ। বাট এখন আমি মোটামুটি depressed হয়ে আছি, কারন আবার যদি কলেজে যাওয়া লাগে! আসলে আমি আর চিন্তাও করতে পারি না যে আবার কলেজে যাওয়া লাগবে।আসলে আমি যতদুর জানি কলেজের most of the রুলস ই হারাম। যেমন খাকি টাইপের হারাম ড্রেস পরা লাগবে,আসলে ক্যাডেট কলেজে আমরা মেয়েদেরও শার্ট প্যান্ট পরা লাগে। গা শিরশির করে মনে হলেই।আরো হারাম কাজ যেমন মিউজিক শোনা লাগে, নাচ গানের মত হারাম কাজেও বাধ্যহয়ে পার্টিসিপেট করা লাগে,নন মাহরামদের সাথে হ্যান্ড শেক করা লাগে,আর সত্যি বলতে কি আরো অনেক হারাম কাজই করা লাগে যা বলতে পারছিনা।আর এ কাজগুলোর সব করতে আমরা বাধ্। এমতাবস্থায় ক্যাডেট কলেজের মত একটা জায়গায় দ্বীনের বুঝপাওয়ার পর যাওয়াটা আমার জন্য অসম্ভব প্রায় ,, কিন্তু আমার parents directly না করে দিয়েছে যে আমাকে কলেজ থেকে আনবে না,এজন্য ৩সপ্তাহ আম্মু কথাও বলেনি আমার সাথে,আরো অনেক কিছু হয়েছে কাছে পরামর্শ চাই আমি কি করতে পারি,কেমনে বললে আম্মু আব্বু আমাকে অই কুফরি জায়গা থেকে আনবে,actually at any costআমি রাজি কলেজ থেকে আসতে কিন্তু আমার আম্মু আব্বু কোনোভাবেই রাজি না(আসলে কলেজের অবস্থা খুবই জঘন্য, মানে হারাম কাজ দিন দিন বেড়েই চলেছে,principal sir ক্যাডেট দেখলেইhand shake করে যা স্পষ্টতই হারাম,ডর্মে কুরআন রাখাও banned করেছে উনি)এই জায়গায় আরো ৪টা বছর থাকা কোনোভাবেই পসিবল না।আমি সত্যিই দ্বিধায় আছি কি করব বুঝতে পারছি না,মাঝে মাঝে প্রচন্ড হতাশ হয়ে যাই,,