আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
জেনারেল পড়ালেখা ছাড়ার জন্য অনেক চেষ্টা করছি,অনেক। কিন্তু বাড়ির মানুষ, পরিবারের কেউ এটা মানতে রাজি না। আমি আমার দুর্বল ইমান নিয়ে এই ফিতনার ভেতর যাইতে চাইনা আপু। অনেক disapointed হয়ে গেছি আপু। অনার্স ১ম বর্ষে ভর্তি হয়েছি।কিছুদিন পরে ফাইনাল এক্সাম। এখন ইনকোর্স পরীক্ষা চলছেে। গতকালকে এক্সাম ছিল আমি দেই নি। আমি পড়তে চাইনা, বাড়িতে স্পষ্ট জানিয়েছি কিন্তু কেউই মানছে না,অনেক ঝামেলা হচ্ছে আমাকে নিয়ে। কলেজে যেতে হলে ৩টা গাড়ি বদলাতে হয়। আমি আমার নামাজের মনোযোগ হারিয়ে ফেলেছি। পরীক্ষা দিতে গেলে আমার বাড়িতে ফিরতে সন্ধ্যা পার হয়ে যাবে। আমার ইমান অনেক বেশি দুর্বল, আমি জলন্ত আগুন হাতে নিয়ে চলতে চাই না। আম্মু প্রায় কান্বা করে ফেলছে,, আব্বু শুনলে অনেক অশান্তি হবে।
বাড়ির সবাই অনেক প্রেশার দিচ্ছে। আমি অবিবাহিত এজন্য বলতেছে যে আমি যেন শুধু বিয়ের আগ পর্যন্ত পড়ি ,ক্লাস না করলেও যেন এক্সামটা দেই। কিন্তু আমি ঐ রাস্তায়ই যেতে চাই না। এক্সামের সময় না জানি কোন গায়রে মাহরামের পাশে সীট পড়বে, গাড়িতে যাওয়া আসার সময়ও অনেক গায়রে মাহরামের সাথে না চাইতেও কথা বলতে হয়। পরিবারের সবাই আমার উপর নারাজ,,,
এখন আমার কি করা উচিত ??