ব্যবসায়ে ইনভেস্টমেন্ট নেয়া ৯জনের কাছ থেকে ভিন্ন ভিন্ন এমাউন্ট, ১২মাসের জন্যে।শর্ত এমনভাবে করা যে,লাভ হলে লাভ নেবে,লস হলে লস।এমন।এতেই সবাই রাজি।
৭মাস পার হয়েছে মাত্র।এখন চাচ্ছি বিজনেস ক্লোজ করে দিতে,নিজের-স্বামীর-সন্তানের উপর জুলুম হচ্ছে নাহলে।আল্লাহর হক্ব,বান্দার হক্ব,কিছুই আদায় হচ্ছেনা।
কিন্তু,বিজনেস লসে আছে,আরো রান করলে লস বাড়তেও পারে,প্রফিটও আসতে পারে।কিন্তু বিজনেস রমজানের আগেই ক্লোজ করে সবার টাকা সবাইকে বুঝিয়ে মুক্ত হয়ে যেতে চাচ্ছি।
এক্ষেত্রে আমি যদি স্বেচ্ছায় তাদেরকে তাদের পুরো ক্যাপিটালটাই ফেরত দিই,জায়েজ হবে?আমি খুশিমনেই দিতে চাই। তারা এই ইচ্ছের ব্যাপারে জানেনও না।জায়েজ হলে দিতে চাই,অপরাধবোধের কারণে.....আমার উপর অনেক ভরসা,বিশ্বাস করে নিজেদের খুব কষ্টের টাকাগুলো ইনভেস্ট করেছেন,লাভ-লস সব নেয়ার উদ্দেশ্যেই।
আমার মনের শান্তির জন্যে চাচ্ছি পুরো টাকা ফেরত দিতে এবং দেয়ার সময় এই নিয়্যাত করে এবং তাদের স্পষ্টভাবে জানিয়েই দেয়া হবে যে,লসে ছিলো,কিন্তু যেটুকুই এখানে বাড়তি,সেটুকু আমার ব্যক্তিগত পক্ষ থেকে হাদিয়া(যেহেতু বাকি টাকার অধিকার হিসেবমতে আমারই)।
এভাবে কী দেয়া যাবে?জায়েজ হবে?সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবেনা তো?
বা,এখন কী এটাকে 'তাদের কাছে নেয়া ঋণ' হিসেবে ধরা সম্ভব?যেহেতু এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন না,আমিই হবো-আমি যদি এভাবে ধরতে চাই,সম্ভব?
(হিসেব পুরো করা নেই+করতে গেলে অনেক শ্রমসাধ্য ও অমানুষিক কষ্টসাধ্য হবে।তবুও করার নিয়্যাতই ছিলো।কিন্তু,যেহেতু ক্লোজ করে দিবো+সবকিছুই একদম সেল করে দিবো,তাই হিসেব ছাড়াই এভাবে করা যাবে কী?তবে,ব্যবসা লসে আছে এটা শিওর।মানে,এভাবে করলে ওনারা প্রাপ্যর চেয়ে বেশিই পাবেন ইনশাআল্লাহ। এবং এতে আমি খুশি।তাহলে কী সম্ভব?)