আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
330 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
টিভিতে পণ্যের যে বিজ্ঞাপন গুলো হয়, সেগুলোর স্ক্রিপ্ট বা গল্প লিখে দিলে কি পাপ হবে?

বিজ্ঞাপন যদি হালাল জিনিসের হয় তাহলে কি বিধান?

বিস্তারিত জানতে চাচ্ছি


২. আমার উপর ওয়াজিব নয় এমন কাজ না করায় কেউ কষ্ট পেলে আমার কি দায়ভার নিতে হবে তাকে কষ্ট দেয়ার জন্য?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
তাসবীর বা ফটো নাজায়েজ , তাই সেই ভিত্তিতে ভিডিও,টিভিতে পণ্যের যে বিজ্ঞাপন দেখাও নাজায়েজ।   

হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,

عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]
,
আরো জানুনঃ
,
আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
  
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ [٣١:٦]

একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। [সূরা লুকমান-৬]

★ইহা ছাড়াও টিভিতে পণ্যের যে বিজ্ঞাপন গুলো হয় সেগুলোতে গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে।
তাই তাহা কোনো ভাবেই জায়েজ হবেনা।   

আরো জানুনঃ
,
তবে কিছু ইসলামী স্কলারদের মতে যদি ভিডিওতে  মেয়েদের ছবি না হয়ে থাকে,গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার না থাকে,তাহলে তা দেখা জায়েজ আছে।

সেই ছুরতে হালাল পন্যের বিজ্ঞাপন এর  গল্প ক্রিপ্ট লিখে দেওয়া জায়েজ আছে।

 ভিডিও দেখা নিয়ে বিস্তারিত জানুনঃ 
,
আর যদি মেয়েদের ছবি থাকে,গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার  থাকে,তাহলে তা জায়েজ নেই।
সেগুলোর গল্প ক্রিপ্ট লিখে দেওয়া গুনাহের কাজে সহযোগিতা করার কারনে গুনাহ। 

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ   

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
,
(০২)
তার সাথে কথা না দিয়ে থাকলে এটি না করার কারনে কোনো দায়ভার আপনার উপর আসবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...