আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর বাথরুমে যদি মনে মনে কিছুবার বা কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ি কিন্ত কোন শব্দ করে না মনে মনে এতে কি ইমানে কোন সমস্যা হবে নাকি গুনাহ হবে শুধু?

উত্তরঃ

বাথরুমে উচ্চারণ এব ঠোঁট নাড়া ছাড়া দ্বিলে দ্বিলে ইসতেগফার পড়া যাবে। ভুলে মুখে উচ্চারিত হয়ে গেলেও ইমানের কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃত পড়া উচতি নয়।

হুজুর উপরের প্রশ্নটা বা কথাগুলা আমি মুসলিম বাংলায় জিজ্ঞাসা এবং অনাদের উত্তর ও এইখানে উল্লেখ করি তা দেখতেই পাচ্ছেন তো আমার এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্চে আমি যদি আস্তাগফিরুল্লাহ /আমানতুবিল্লাহি যদি ভুলে না পড়ে ইচ্ছে করে ও পড়ি বাথরুমে বাথরুম করার সময় এতে কি কোন ইমানে সমস্যা হবে নাকি এইভাবে পড়া উচিত না শুধু গুনাহ হবে❓আমি গতকালকে কোন এক সময় প্রস্রাব করার সময় আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলি বা পড়ি তাই ওইখানে প্রশ্ন করেছি আশা করি আমার এখন করা কথা গুলা নিয়ে আমাকে সঠিক পরামর্শ দিবেন এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ তা মানার। 

জাযাকাল্লাহ খায়ের। 

1 Answer

0 votes
by (608,280 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাথরুমে জবান নাড়িযে যিকির করা মাকরুহে তাহরীমি হবে। গোনাহ হওয়ার সম্ভাবনাকে তো উড়িয়ে দেয়া যায় না। তবে এজন্য ঈমানে কোনো সমস্যা হবে না।

(قولہ: إلا حال انکشاف إلخ) الظاہر أن المراد أنہ یسمی قبل رفع ثیابہ إن کان فی غیر المکان المعد لقضاء الحاجة، وإلا فقبل دخولہ، فلو نسی فیہما سمی بقلبہ، ولا یحرک لسانہ تعظیما لاسم اللہ تعالی(الدر المختار مع رد المحتار:۲/۲۲۷، زکریا

فتاوی شامی  (1/ 156)
'' ويستحب أن لا يتكلم بكلام مطلقاً، أما كلام الناس؛ فلكراهته حال الكشف، وأما الدعاء؛ فلأنه في مصب المستعمل ومحل الأقذار والأوحال'' اهـ.فقط واللہ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...