আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
357 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (8 points)
আমার বায়োলজি ভালো না জানা থাকতে পারে
কিন্তু প্রশ্ন টা একজন নাস্তিক আমায় করেছিল

প্রশ্নটা এমন
"আমরা জানি জিন(gene) মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। তাহলে একটা মানুষ কোন পরিস্থিতিতে কেমন আচরণ করবে তা জিন(gene) এই লিখিত থাকে। এখন একটি মানুষ কোন পরিস্থিতিতে খারাপ আচরণ বা কাজ করলে সে কেন শাস্তি পাবে?"
by (9 points)
+1
জীন(gene) মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে না।শুধু কিছু বৈশিষ্ট্য বহন করে।এটাকে নিয়ন্ত্রণ না বলাই ভালো।কারণ প্রকৃতপক্ষে আমরা আমাদের ব্রেইন বা মস্তিষ্ক দ্বারা নিজেদের ব্যবহার বা আচরণ নিয়ন্ত্রণ করে থাকি।কারো জীন এ হয়তো এরকম মেকআপ করা যে সে হয়তো একটু বেশিই রাগী।কিন্তু ধীরে ধীরে চাইলে সে এটাকে একসময় তার নিয়ন্ত্রণে আনতে পারবে ইন শা আল্লাহ ।যেমন অনেকেই তো ছোট থাকতে ইন্ট্রোভার্ট থাকে অনেকের এংজাইটি(যদিও এগুলো জীনগত বৈশিষ্ট্য কিনা তা সঠিকভাবে আমার জানা নেই।তবে এগুলো নিছক উপমা মাত্র।যে মানুষ চাইলেই মহাকাশ জয় করতে পারে তার কাছে নিজের অভ্যাস বা জীনগত বৈশিষ্ট্য এর ওপর জয় করা কোনো ব্যাপারই না।শুধু চেষ্টা আর ইচ্ছার দরকার।আল-কুরআন এ তো বলাই আছে, "মানুষ তাই পায় যা সে চেষ্টা করে", দুঃখিত সূরা নাজম কিন্তু এর আয়াত  নম্বর মনে নেই)থাকে। কিন্তু ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে সে এগুলোকে overcome করতে পারে। মানুষের জন্মগত বা জীনগত ভাবে কিছু বাজে অভ্যাস থাকতেই পারে।এগুলো তার জন্য পরীক্ষা।সে কি নিজেকে নিয়ন্ত্রণ এ আনতে পারলো নাকি সে তার জীনগত গঠন বা নফস এর কাছে হেরে গেলো।

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


প্রথমেই আমরা কিছু বিষয় জেনে নেইঃ 
মানুষ যখন অপবিত্র অবস্থায় দু'আ দুরুদ ব্যতীত তার চলার পথে ব্যত্যয় ঘটায়,তখনই জ্বীন মানুষের 
ক্ষতি করার চেষ্টা করে।

আরো জানুনঃ 
,
জ্বীন জাতির আছর সত্য।মানুষের উপর জ্বীন প্রভাব বিস্তার করে থাকে,মারুষের জ্ঞান বুদ্ধিকে লোপ পাইয়ে দিয়ে থাকে।
,
জায়েদ বিন আরকাম (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘এই জায়গাগুলোতে (শৌচাগার) জিন ও শয়তানরা অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে, সে যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (আহমেদ ইবনে হাম্বল : ৪/৩৬৯)

আরো জানুনঃ 
,
আসলে মানুষ দুনিয়াতে বান্দা ভাল  এবং মন্দ উভয় কাজের জন্য স্বাধীন। এখানে আল্লাহ তাআলা কাউকে কোন কাজ করতে বাধ্য করেন না সরাসরি। বাকি বান্দা কী করবে? তা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। সেই হিসেবে আগেই সব কিছু লিখে রাখা হয়েছে। আল্লাহ তাআলার উক্ত লিখে রাখার দ্বারা বান্দার কাজে কোন প্রভাব সৃষ্টি করে না। তা’ই বান্দা তার কর্ম অনুপাতে বদলা পাবে। ভা করলে ভাল। আর মন্দ করলে মন্দ। 
,
আর বান্দা যেহেতু জানে না, আল্লাহ তাআলা কী লিখে রেখেছেন, তাই বান্দার উচিত ভাল কর্ম করতে সর্বদা সচেষ্ট থাকা। এবং মন্দ কর্ম থেকে নিজেকে বিরত রাখা। আর এ বিষয়ে অতিরিক্ত আলোচনা মোটেই উচিত নয়। 

 বিস্তারিত জানুনঃ  
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মানুষ যখন অপবিত্র অবস্থায় দু'আ দুরুদ ব্যতীত তার চলার পথে ব্যত্যয় ঘটায়,তার সমস্যা করে,তখন জিন তার সমস্যা করে, আর তার উপর প্রভাব খাটিয়ে তার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে।
এক্ষেত্রে যেহেতু সেই মূলত এটার জন্য দায়ী,সুতরাং এটার দোষ তারই।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
+1
ওস্তাদ, এই জিন জিনজাতি নয়। এটা মানব শরীর গঠনের উপাদান। বিজ্ঞানের মতে, এই উপাদান নির্ধারন করে কার বৈশিষ্ট্য কেমন হবে, এবং এর দ্বারা বাবা মার বৈশিষ্ট্য (লম্বা হওয়া, গায়ের রং, চুল/চোখের রং ইত্যাদি) সন্তানের মধ্যে চলে যায়। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...