আসসালামু আলাইকুম, হুজুর। আমি একজন পুরুষ। আমি কম্পিউটার কম্পোজ, ফটোকপি, অনলাইন আবেদনসহ বিভিন্ন কাজ করার ব্যবসা করি। এখানে শুধুমাত্র পুরুষদের পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজের ছবি প্রিন্ট করার কাজ করবো বলেও নিয়ত করেছি। ছবি প্রিন্ট করার কাজ মূলত দুইভাবে হয়।
(১) কাস্টমার একটা ছবি দেন। সেই ছবিকে স্ক্যান করে আরো কয়েক কপি ছবি বের করা হয়।
(২) মোবাইল দিয়ে কাস্টমারের ছবি তুলে সেই ছবির কয়েকটি কপি ‍প্রিন্ট করা হয়।
এসব ক্ষেত্রে অনেক কাস্টমারের চেহারা কালো হয় বা মুখে দাগ থাকে। সেক্ষেত্রে কাস্টমার অনেক সময় বলে চেহারা এডিট করে সুন্দর করে দিতে। আবার না বললেও একটু সুন্দর করে দিলে খুশি হয়। অনেকের চুল কিছু সাদা কিছু কালো থাকে। সেক্ষেত্রে সব চুল কালো করা যাবে? আবার অনেক সময় ছবি তোলার আলোর কারণে ছবিতে কাস্টমারকে মূল চেহারার থেকে খারাপ দেখায়। তখনও এডিট করে সুন্দর করা হয়। আবার ছবি স্ক্যান করে প্রিন্ট করার সময় অনেক সময় পুরাতন ছবিটি একটু ক্ষতিগ্রস্থ থাকে। এক্ষেত্রে ছবি সাদা ও ফুটো হয়ে যাওয়ায় চুলও সাদা হয়ে যায়। এক্ষেত্রেও চুল কালো ও অন্যান্য এডিট করা হয়। ইসলামে এসব জায়েজ আছে কিনা?