আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার পূর্বের প্রশ্নের উত্তরের সাপেক্ষে পরামর্শ চাওয়া। পূর্বের প্রশ্ন-
https://ifatwa.info/111148/
মূলত আমার পরিবার উচ্চ মধ্যবিত্ত আর পাত্রের পরিবার মধ্যবিত্ত। রাজি না হওয়ার কারণ এইটাই।আপনার পরামর্শ অনুযায়ী-আমার পরিবারকে কনভিন্স করানো পসিবল নাহ।আর ওই পাত্র এতটাই আগ্রহী ছিলো যে,অন্যত্র বিয়ে করার আগ্রহ পাচ্ছিল না। যথাসম্ভব ওই পাত্রের বিয়ে হয়নি।
কথা হলো,আমি তো এখন সেসব আর চিন্তা করি নাহ,সম্পূর্ণ ভাবে মাথা থেকে সরিয়ে ফেলছি। এখনো মাঝেসাঝে স্বপ্নে দেখার কারণ কি? তার ব্যপারে যাতে কোনো স্বপ্ন না দেখি কি করা যায়? আর আমার মূলত ভয় হচ্ছে ওই স্বপ্নটার ব্যপারে যেখানে আমি স্পষ্টতর দেখছিলাম আমার পরিবার অনেকদিক থেকে দেখছে কিন্তু হচ্ছে নাহ,শেষ এ তার ব্যপারেই ভাবছে।আবার যোগাযোগ করবে আর ফাইনাল তার সাথেই দিবে এমন কথোপকথন হচ্ছিলো আমার ফ্যামিলির মধ্যে। বাস্তবতার দিকে তাকালে কেন জানি এই দিকেই মোড় নিচ্ছে মনে হচ্ছে।
আর আমি প্রতিনিয়ত উত্তম জীবনসঙ্গী চেয়ে আল্লাহর কাছে দুআ করে যাচ্ছি সাথে আমল ও,আলহামদুলিল্লাহ।কিন্ত একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে পড়তেছি। আল্লাহ সঠিক সময়েই দিবেন জানি বাট উপরিউক্ত বিষয়াদি নিয়েও আমার চিন্তা,ভয় হচ্ছে খুব। ফ্যামিলি ও চিন্তিত।