আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
উস্তায অনুগ্রহ করে স্বপ্ন গুলোর ব্যাখ্যা প্রদান করলে উপকৃত হতাম ইং শা আল্লহ ।
১) আমি নারী, আকাশের দিকে সিঁড়ি বেয়ে অনেএএক উপরে উঠছিলাম, নিচে চারদিকে সবুজ পাহাড়, আমি অনেক খুশি ছিলাম । এরপর দেখলাম একটা বিল্ডিংয়ে আমার + আরো কয়েকজনের বিয়ের অনুষ্ঠান চলছে (হারাম না)। আবার দেখলাম আমি একটা মাদরাসায় পড়তেছি আর আমার হায়েজ হয়েছিলো, ভয়ে দৌড়াচ্ছিলাম ।
এই ৩টা স্বপ্ন মাঝরাতে একই সময়ে দেখেছিলাম ।
❝শায়েখ আতিক উল্লাহর দোস্ত জানেমান বইয়ে উপরে আমার উল্লেখিত স্বপ্নের ব্যাপারে বরাবরই বলা আছে ব্যাখ্যাও দেয়া আছে, যদিও ওটা ইসলামিক উপন্যাস - স্বপ্নের ব্যাখ্যার বই না । ওখানে পাওয়া ব্যাখ্যা আমায় খুব ভাবাচ্ছে উস্তায, তাই জিজ্ঞেস করা ।❞
▪️বইয়ে পাওয়া ব্যাখ্যা ধরে নিবো? আর আপনাদের কাছেও এটার ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম ইং শা আল্লহ ।
২) একজন নতুন বিবাহিত নারী স্বপ্নে দেখলো যে, ❝সে এবং তার মা ঘরের ভেতরে নতুন চারা গাছ রোপণ করছে❞ এটার ব্যাখ্যা কি হবে উস্তায?
৩) ধরুন আমি কোনো স্বপ্ন দেখে তা ক্রোমে ইবনে সীরীন এর স্বপ্নের ব্যাখ্যা তে সার্চ করলাম, তখন স্বপ্নের বর্ণনা মিলে গেলে তা সেই ব্যাখ্যা ধরে নেয়া যাবে?
৪) আমি যদি ব্যাখ্যা ক্রোমে একবার দেখে ফেলি, পরে ২য় বার এখানে জিজ্ঞেস করে ভিন্ন ব্যাখ্যা পাই, তাহলে প্রথমটা পতিত হবে?