ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/61188/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে
খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা
বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১. বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২. বৈধ সাজগোছ করতে হবে।
৩. শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/466
,
ফুকাহায়ে কেরামদের আলোচনা থেকে বুঝা যায় যে,কালো কলপ একদমই
দেওয়া যাবে না। (জাওয়াহিরুল ফিকহ,
৭/১৫৯,মাকতাবাতু দরুল উলূম করাচী)
,
কালো কলপ ব্যতীত চুলে যেকোনো কালার দেয়া যেতে পারে যদি তা কাফিরগণ
কে অনুসরণ করে না করা হয়। (যেব ও যি-নত কে শরয়ী আহকাম-৭১)আল্লাহ-ই ভালো জানেন।
,
https://ifatwa.info/61188/
পোশাক আল্লাহ তায়ালার নেয়ামত। কুরআন মজীদে ইরশাদ হয়েছে-
يا
بني آدم قد انزلنا عليكم لباسا يوارى سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من
آيت الله لعلهم يذكرون.
হে আদমের সন্তান সন্ততি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা
করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দুষণীয় তা ঢাকার জন্য এবং
তা সৌন্দর্য্যেরও উপকরণ। বস'ত তাকওয়ার যে পোষাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির
অন্যতম। যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।-সূরা আরাফ : ২৬
,
পোশাক নিয়ে শরীয়তের কিছু নীতিমালা রয়েছে,যাহা মুসলমানদেরকে
মেনে চলতে হবে।
তার মধ্যে অন্যতম একটি হলোঃ নারী-পুরুষ একে অন্যের সাদৃশ্য গ্রহণ
নিষিদ্ধ।
,
এ প্রসঙ্গে হাদীস শরীফে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা
হয়েছে।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারণকারী পুরুষের উপর আর পুরুষের বেশধারণকারিনী
নারীর উপর লানত করেছেন।-বুখারী,
হাদীস : ৩৮৮৫
,
বেশ ধারণ করার অন্যতম মাধ্যম হল পোষাক। অতএব নারীর জন্য পুরুষের
পোষাক পরিধান করা আর পুরুষের জন্য নারীর পোষাক পরিধান করা হারাম ও কবীরা গুনাহ।
,
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত অন্য হাদীসে বলা হয়েছে, নারীর পোষাক
পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোষাক পরিধানকারী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।-আবু দাউদ, হাদীস : ৪০৯২
,
পোশাক সংক্রান্ত ইসলামের নীতিমালা বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/4492/
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
১. বিধর্মী ও ফাসিকা মহিলাদের অনুসরণ না করে বরং স্বামীকে খুশী
করার নিমিত্তে মহিলারা চুলে কালার দিতে পারবেন। তবে কালো দিতে পারবেন না।
আরো জানুনঃ-
https://ifatwa.info/61188/
https://ifatwa.info/31536/
,
২. আপনি শুদ্ধ আরবী ভাষা শিখতে পারেন। তা আরব সব দেশেই চলে।
এই আরবী ভাষা শিখা সম্পর্কে বাজারে অনেক বই আছে। তা ক্রয় করে শিখতে পারেন বা আরবী
ভাষা শিক্ষার উপর অনেক কোর্স আছে সেগুলো থেকেও শিখতে পারেন।