আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
379 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
edited by

1. বিচার দিবসে আল্লাহ তাআলা জব্বার এবং কাহার নাম ধারণ করবেন এবং সেদিন কারো প্রতি কোন বিচার হবে না এবং মানুষ যখন বলবে যে আমাদের ক্ষমা করে দিন তখন আল্লাহ তাদেরকে বলবেন যে অনেক দেরি হয়ে গেছে  এখানে সে ক্ষেত্রে দয়া কিভাবে আল্লাহতালা করবেন ?

2. কেয়ামত দিবসে তওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন ইবলিশ আল্লাহর কাছে তওবা করবেন তখন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বলবে আবার আদমকে সেজদা কর তখন সে সেজদা করবেনা এবং আল্লাহ তাকে শাস্তি দিবেন এটা কি কোন হাদিসে পাওয়া যায় ?

3. একটা হাদিস যেখানে দুইজন সাহাবি দাজ্জাল এর সাথে দেখা করেছিলেন আর সেখানে একটা প্রানি ছিল আল জাসসা যেটা পুরটাই চুল দিয়ে আবৃত ছিল। এটা কি সহিহ হাদিস ? এতার পুরো ঘটনা টা কি ?

1 Answer

0 votes
by (590,550 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
(১)
কিয়ামতের দিন আল্লাহ কাহহার বা জব্বার রূপ ধারণ করবেন।সেদিন সাধারণ রহম করা হবে না।তবে কিঞ্চিৎ রহম যে করা হবে না, সেটা নয়। অর্থাৎ আল্লাহ সেদিন বেশী রহম করবেন না।বরং নিতান্তই কম রহম করবেন।

আপনি এর আগেও সম্ভবত প্রশ্নটি করেছিলেন।কিন্তু পরিস্কার হয়নি বলে,আমরা পরিস্কার করে লিখার কথা বলেছিলাম কিন্তু এবারও আমরা কিন্তু এ প্রশ্নের উদ্দেশ্য বুঝতে অক্ষম হয়ে আছি।আপনি আরেকটু পরিস্কার করে কমেন্টে লিখে দিবেন।জাযাকাল্লাহ। 

(২)
কেয়ামত দিবসে তওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন ইবলিশ আল্লাহর কাছে তওবা করবেন তখন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বলবে আবার আদমকে সেজদা কর তখন সে সেজদা করবে না এবং আল্লাহ তাকে শাস্তি দিবেন।এরকম কোনো কথা কোনো হাদিসে পাওয়া যায়নি।


(৩)
সহীহ মুসলিম, সুনানে আবূ দাউদসহ বিভিন্ন হাদীসের কিতাবে হাদিসটি রয়েছে। এ হাদিস থেকে দাজ্জাল আবির্ভাবের প্রধান প্রধান আলামতসহ দাজ্জাল এখন কোথায় আছে, এমন নানা প্রশ্নের বিশুদ্ধ উত্তর পাওয়া যায়। হাদিসটি দীর্ঘ হওয়ায় নিম্নে শুধু অনুবাদটুকু তুলে ধরা হল-
অনুবাদ: ফাতেমা বিনতে কায়স (রা.) হতে বর্ণিত, তিনি বলেন- আমি মসজিদে গিয়ে রাসুলুল্লাহ (সা.) এর সাথে নামায আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামায শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেনো তোমাদেরকে একত্রিত করেছি?
তারা বললেন, আল্লাহ এবং তার রাসুলই ভাল জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এ সংবাদ দেয়ার জন্যে একত্রিত করেছি যে তামীম দারী ছিল একজন খৃষ্টান। সে আমার কাছে আগমণ করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই।
লাখ্ম ও জুযাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না।
তারা বলল, অকল্যাণ হোক তোমার! কে তুমি? সে বললো, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা।
তারা বললো, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বললো, হে লোক সকল! তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তামীম দারী বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বললো, তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করি। সেখানে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনও দেখিনি। তার হাত দু’টিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালীর মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। 
আমরা বললাম, মরণ হোক তোমার! কে তুমি?
সে বললো, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ। তাই আগে তোমাদের পরিচয় দাও।
আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করেছিলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে একমাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না।
আমরা বললাম, অকল্যাণ হোক তোমার! কে তুমি? সে বললো, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বললো, হে লোক সকল! তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমণ করলাম। হতে পার তুমি একজন শয়তান- এ ভয় থেকেও আমরা নিরাপদ নই।
সে বললো, আমাকে তোমরা ‘বাইসান’ সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বললো, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানের গাছগুলো এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বললো, সে দিন বেশি দূরে নয় যে দিন গাছগুলোতে কোন ফল ধরবে না।
অতঃপর সে বললো, আমাকে বুহাইরাতুত্ তাবারীয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত্ তাবারীয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছো?
সে বললো, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বললো, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে।
সে পুনরায় বললো, আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও?
সে বললো, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি 
সে পুনরায় বললো, আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও?
সে বললো, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে?
আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে। লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে।
সে আবার বললো, আমাকে উম্মীদের নবী সম্পর্কে জানাও।
আমরা বললাম, সে মক্কায় আগমণ করে বর্তমানে মদীনায় হিজরত করেছে।
সে বললো, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ।
সে বললো, ফলাফল কি হয়েছে?
আমরা তাকে সংবাদ দিলাম যে, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন। ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে।
সে বলল, তাই নাকি? আমরা বললাম তাই। সে বললো, তার আনুগত্য করাই তাদের জন্য ভাল। এখন আমার কথা শুনো। আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করবো। তবে মক্কা-মদীনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে।

যখনই আমি মক্কা বা মদীনায় প্রবেশ করতে চাইবো তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা-মদীনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। 
হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, রাসুলুল্লাহ (সা.) হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদীনা, এটাই মদীনা, এটাই মদীনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না।
অতঃপর রাসুলুল্লাহ (সা.) মানুষকে লক্ষ্য করে বললেন, তামীম দারীর ঘটনা আমার কাছে খুবই ভাল লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে। বিশেষ করে মক্কা ও মদীনা সম্পর্কে। শুনে রাখো! সে আছে শাম দেশের সাগরে (ভূমধ্য সাগরে) অথবা আরব সাগরে। আর নয়তো সে আছে পূর্ব দিকে। সে আছে পূর্ব দিকে। সে আছে পূর্ব দিকে।
এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, “আমি এই হাদিসটি রাসুলুল্লাহ (সা.) এর নিকট থেকে মুখস্থ করে রেখেছি”। (সহিহ মুসলিম, কিতাবুল ফিতান)


সুনানে আবু দাউদে এসেছে,
অনুবাদ: হযরত ফাতেমা বিনতে কায়স (রাঃ) তামীমে দারীর (রাঃ) ঘটনা প্রসঙ্গে বলেন, তামীমে দারী (রাঃ) বলেছেন, সেই দ্বীপে প্রবেশ করলে আমি সেখানে একটি নারীর সাক্ষাৎ পেলাম যার মাথার চুল এত যে, তা জমিনে হিচড়িয়ে চলে।
তামীম জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি ‘জাসসাসা’ (অর্থাৎ অন্বেষণকারিণী)। অতঃপর সে বলল তুমি প্রসাদের দিকে যাও। সুতরাং আমি সেখানে আসলাম সেখানে লম্বা লম্বা চুল বিশিষ্ট এমন এক ব্যক্তিকে দেখলাম যে, শক্তভঅবে লোহার শিকলে বাঁধা- আসমান জমিনের মাঝখানে লাফালাফি করছে।
আমি জিজ্ঞাসা করলাম তুই কে? সে বলল আমি দাজ্জাল।–সুনানে আবূ দাঊদ, হাদিস নং ৪৩২৭


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...