আসসালামু আলাইকুম।
আমি আজ সকাল ৮-১২ টার মধ্যে একটা স্বপ্ন দেখেছি। পুরো পুরি মনে নেই, (যেসব আবছা তা উল্লেখ করলাম না)একটা অংশ উল্লেখ করছি।
আমার সাথে একটা ঘটনা ঘটে । সেই ঘটনা টাই আমি বর্ণনা করি আমার দাদির কাছে। ঘটনা টা আগে এবং বর্ননা পরে।
তো, যেহেতু একই ঘটনা তাই একবারে লিখছি।
দাদি সুয়ে ছিলেন সম্ভব। চেহারা আমার দাদির মতো হয়তো না,নিশ্চিত মনে নেই। তবে তাকে দাদি ই ভাবছি। আরও কেউ ছিল ঘরে যাইহোক।
ঘটনা : দাদি একদম চিত হয়ে ছিলেন এবং খুব সম্ভবত আমার সাথে ঘটা ঘটনা মনোযোগ দিয়ে শুনছেন না বা এমন। আমি কাছে গিয়ে কিছু একটা বলেছি, মনে নেই সঠিক, সকালে মনে ছিল। তবে খুব সম্ভবত বাবার জন্য ভালোবাসি বা দায়িত্ব বা কি জানি মনে নেই যেন শোনে এমন কিছু হয়তো।
যা স্পষ্ট মনে আছে। ঘটনা :
আমি মা বাবা সহ কোথাও গিয়েছি একটা লোক আমাকে একটা পর্যায়ে মারতে আসে,এতটা বিপদ যে বাচার সম্ভাবনা নেই। সম্ভবত রাত ছিল। অসম্ভব সেই বিপদে যখন লোকটা খুব সম্ভবত ধারালো কিছু নিয়ে আমার গলার কাছে আসে বা এমন আমি দরুদ পড়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ দু জন লোক আসে এবং আমি বেচে যাই৷
খানিক বাদে রাস্তার গতিরোধক এর ওখানে আমার মাথা বা আমি পরে যাই ঠিক সাথে একটা গাড়ি, আমার মাথা ওর নিচে পরবেই এমন কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেচে যাই। এটাও দরুদ এর জন্য কিনা মনে নেই তবে বেচে যাই। এবং দুটো ঘটনার একটাতেও আমার বিন্দু মাত্র ক্ষতি হয়না।
তো,যে জায়গায় আমি মা বাবা সহ ধারালো জিনিস এর বিপদে পরি দাদি বা তাদের কে যখন ঘটনা বলছিলাম তখন ওই অংশের কথা বলার সময় বলছি সম্ভবত যে মাবাবা বিপদে বা ওখানে বিপদ এ ধরনের আমি স্বপ্নে দেখেই ওখানেই যাই এবং আমি স্বপ্নে দেখেচ্ছি সে ধরনের কিছু হয়েয়ছে এমন বলাউ তারায় তাচ্ছিল্যের সুরে হাসে।
২য় অংশ গাড়ি ওটা তাদের সামনে বলেছি কিনা জানা নেই কিংবা পুরো স্বপ্ন ও বলেছি কিনা জানিনা। তবে তাহচ্ছি ল্য এর হাসি বা দাদির চিত হয়ে সুয়ে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে অবহেলা এই দুটো মনে থাকায় উল্লেখ করলাম এভাবে আর কি।
উল্লেখ্য আমি আসলেই একটা বিপদে আছি এবং দরুদ এবং দোয়া করছি। আর বাস্তবেই আমি মেয়ে হওয়ায় বা যাই হোো না কেন আমার পিতা সম্পর্ক আত্মীয়ের কাছ থেকে অবহেলার শিকার। ইভেন দাদি চাচা ফুফু কিংবা....
আমার প্রশ্ন স্বপ্নের পুরো টাই কি আমার কল্পনার থেকে নাকি ভালো কিছুর ইঙ্গিত?