ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাকের উদ্দেশ্যে বলে যে, "তোমার সাথে সব সম্পর্ক শেষ।" এবং সে এটা মনে করে যে আসলেই তার সাথে সকল সম্পর্ক শেষ এবং ভবিষ্যতে আবার এই স্ত্রীকে আবার বিয়ে করে গ্রহণ করা যাবে কি না এমন কিছু না জানে। শুধু এটা মনে করে যে সব সম্পর্ক শেষ বলার দ্বারা তাদের তালাক হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সে স্ত্রীকে ১/২/৩ তালাক দিচ্ছে, এমন কোনো সংখ্যা উল্লেখ ও না করে এবং মনেও চিন্তা না করে। তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন এক তালাক পতিত হবে। হ্যা, তিন তালাকের নিয়ত করলে, তিন তালাকই পতিত হবে।
الهداية شرح البداية (1/ 241)
قال وبقية الكنايات إذا نوى بها الطلاق كانت واحدة بائنة وإن نوى ثلاثا كانت بثلاث وإن نوى ثنتين كانت واحدة بائنة
شرح فتح القدير (4/ 63)
وبقية الكنايات إذا نوى بها الطلاق كانت واحدة بائنة فإن نوى الثلاث كانت ثلاثا وان نوى ثنتين كانت واحدة
البحر الرائق شرح كنز الدقائق (9/ 351):
"والحاصل أن الكنايات كلها تصح فيها نية الثلاث إلا أربعة، الثلاث الرواجع واختاري، كما في الخانية" .