আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাকের উদ্দেশ্যে এটা বলে যে, "তোমার সাথে সব সম্পর্ক শেষ।" এবং সে এটা মনে করে যে আসলেই তার সাথে সকল সম্পর্ক শেষ এবং ভবিষ্যতে আবার এই স্ত্রীকে আবার বিয়ে করে গ্রহণ করা যাবে কি না এমন কিছু না জানে। শুধু এটা মনে করে যে সব সম্পর্ক শেষ বলার দ্বারা তাদের তালাক হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সে স্ত্রীকে ১/২/৩ তালাক দিচ্ছে এমন কোনো সংখ্যা উল্লেখ ও করে না মনে চিন্তাও করে না কোনো সংখ্যা। এক্ষেত্রে তাদের কত তালাক হবে? আমি ifatwa এর ওয়েবসাইটে ই পূর্ববর্তী বিভিন্ন প্রশ্নের উত্তর দেখলাম যে এক্ষেত্রে এক তালাক পতিত হয়।

আমার প্রশ্ন হচ্ছে তালাকের সংখ্যা উল্লেখ না করে এভাবে কেনায়া বাক্য বললে যে এক তালাক গন্য হয় এটা নিয়ে কি আলেমদের মধ্যে মতো বিরোধ আছে নাকি সকল আলেমগণ এব্যাপারে একমত যে এক্ষেত্রে তিন তালাক না বরং এক তালাক ই গন্য হবে যেহেতু স্বামী কোনো সংখ্যা উল্লেখ করেন নি?

দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাকের উদ্দেশ্যে বলে যে, "তোমার সাথে সব সম্পর্ক শেষ।" এবং সে এটা মনে করে যে আসলেই তার সাথে সকল সম্পর্ক শেষ এবং ভবিষ্যতে আবার এই স্ত্রীকে আবার বিয়ে করে গ্রহণ করা যাবে কি না এমন কিছু না জানে। শুধু এটা মনে করে যে সব সম্পর্ক শেষ বলার দ্বারা তাদের তালাক হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সে স্ত্রীকে ১/২/৩ তালাক দিচ্ছে, এমন কোনো সংখ্যা উল্লেখ ও  না করে এবং মনেও চিন্তা না করে। তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন এক তালাক পতিত হবে। হ্যা, তিন তালাকের নিয়ত করলে, তিন তালাকই পতিত হবে।

الهداية شرح البداية (1/ 241)
قال وبقية الكنايات إذا نوى بها الطلاق كانت واحدة بائنة وإن نوى ثلاثا كانت بثلاث وإن نوى ثنتين كانت واحدة بائنة

شرح فتح القدير (4/ 63)
وبقية الكنايات إذا نوى بها الطلاق كانت واحدة بائنة فإن نوى الثلاث كانت ثلاثا وان نوى ثنتين كانت واحدة

البحر الرائق شرح كنز الدقائق (9/ 351):
"والحاصل أن الكنايات كلها تصح فيها نية الثلاث إلا أربعة، الثلاث الرواجع واختاري، كما في الخانية" .


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...