আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
94 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
শায়েখ একটা বিষয় নিয়ে আপনি আমাকে পরামর্শ দিন,আমি খুব পেরেশানিতে আছি আলহামদুলিল্লাহ। আমার বয়স ১৬ বছর।আমার বয়সটা খুবই অল্প,আমি এই বয়সে হারাম রিলেশনে জরিয়ে যাই বার বার, নিজেকে কোন্ট্রলে রাখতে পারি না,দ্বীনে ফেরার পরও আমি নিজেকে হারাম থেকে বাচাতে পারছি না,আমি চাই খুব তাড়াতাড়ি বিয়ে হোক আমার,একজন হালাল দ্বীনদার জীবনসঙ্গী চাই, পরিবারের কাছেও বিয়ের কথা বলে ফেলি নিজ থেকে,কিন্তু তারা আমাকে দ্রুত বিয়ে দিবে না(যেহেতু বয়স আমার অল্প)!আমি খুব করে চাই তাড়াতাড়ি বিয়ে হোক আমার।দ্রুত বিয়ের জন্য আমি কি করতে পারি?..কি কি আমল করলে আমার একজন উত্তম জীবনসঙ্গিনীর সাথে তাড়াতাড়ি বিয়ে হবে?

আর আমি কি এভাবে আল্লাহর কাছে চাইতে পারবো যে(হে আল্লাহ আমাকে আপনি তাড়াতাড়ি বিয়ে দিন,একজন উত্তম জীবনসঙ্গিনি দিন,আমি নিজেকে হালাল রাখতে চাই।এভাবে চাওয়া কি ঠিক হবে?..কেননা আমি নিজেকে পবিত্র রাখার আর কোন উপায় খুঁজে পাচ্ছি না, বিয়ে ছাড়া। অনেক চেষ্টা করেও পারছি না।আমাকে যদি পরামর্শ দিতেন আমি কি করবো!আমি হারাম থেকে বেচে থাকতে চাই!বিয়ে করতে চাই দ্রুত!

আমার উপর বিয়ে ফরজ হয়ে গিয়েছে তা আমি বুজতে পারছি, কিন্তু বাবা -মামা কেন বুজেন না!একটা প্রস্তাবও আসছিলো বিয়ের,না করে দিয়েছেন উনারা, যে এত দ্রুত বিয়ে দিবেন না আমাকে।এখন আমি কি করবো?এদিকে আমি অনেক গুনাহ করছি!
by (4 points)
অনেক বুজাই যে আমি গুনাহ করলে কিন্তু আপনাদেরও গুনাহ হবে,উনারা হেসে উড়িয়ে দেন কথা,আমি বার বার নিজের বিয়ের কথা বলি,কিন্তু উনারা তাতে গুরুত্ব দেন না! আরও মজা করেন।আমার দুইটা বিয়ের প্রস্তাব আসছিলো কিন্তু উনারা না করে দেন,একজন ত আলেম ছিলেন মা শা আল্ল-হ 
by (18 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । বিয়ের জন্য দ্বীনমুখী পাত্রী খুঁজছি খুব করে ।  পেশা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন প্রফেশনাল ও একটা ছোট রেস্টুরেন্ট বিজনেস আছে আমার। দ্বীনমুখী জীবন যাপন করার চেষ্টা করি, ওয়াজিব দাঁড়ি রেখেছি ও পায়জামা পান্জাবী পরি।  ইজ্যুকেটেড পরিবার। সব মিলিয়ে আল্লাহর কাছে আশা আপনার পছন্দ হবে। যোগাযোগ এর অনুরোধ রইলো। WhatsApp: 01605700177
by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্। 

# দ্রুত_বিয়ে_হওয়ার_জন্য_আমল

বিবাহ ইসলামের অন্যতম প্রধান সামাজিক বিধান এবং মহানবী ﷺ-এর এক গুরুত্বপূর্ণ সুন্নাহ।

বিয়ে করা শুধু মহানবী মুহাম্মাদ ﷺ-এর সুন্নাহই নয়; বরং তা অন্যান্য নবীগণেরও সুন্নাহ। আল্লাহ তা'আলা বলেন:

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلاً مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجاً وَذُرِّيَّةً

আমি আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান দিয়েছি। (সূরা রাদ : ৩৮)

রাসূলুল্লাহ ﷺ বলেন: "নিশ্চয়ই আমি নারীদের বিয়ে করি। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার (উম্মাহর) অন্তর্ভুক্ত নয়।" 
(সহিহ বুখারী : ৫০৬৩; 
সহিহ মুসলিম : ১৪০১)

দ্রুত বিয়ে হওয়ার জন্য আমলঃ

(প্রতিদিন ফজর এবং মাগরীবের ফরয সালাতের পর পড়বেন)

1⃣ দরূদে ইব্রাহীম (৩ বার)

اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَىٰ اٰلِ مُحَمَّدٍ 

হে আল্লাহ্! মুহাম্মাদ(সঃ)-এর উপর এবং মুহাম্মাদ(সঃ)-এর বংশধরগণের উপর রহমত নাযিল করুন।

كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ اٰلِ إِبْرَاهِيمَ 

যেমন আপনি রহমত নাযিল করেছিলেন ইবরাহীম(আঃ) এবং ইবরাহীম(আঃ)-এর বংশধরগণের উপর।

إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ 

নিশ্চয়ই আপনি প্রশংসনীয়,সম্মানীয়।

اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَىٰ اٰلِ مُحَمَّدٍ 

হে আল্লাহ্! মুহাম্মাদ(সঃ)-এর উপর এবং মুহাম্মাদ(সঃ)-এর বংশধরগণের উপর বরকত দিন।

كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ اٰلِ إِبْرَاهِيمَ 

যেমন আপনি বরকত দিয়েছিলেন ইবরাহীম(আঃ) এবং ইবরাহীম(আঃ)-এর বংশধরগণের উপর।

إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ 

নিশ্চয়ই আপনি প্রশংসনীয়,সম্মানীয়।

(বুখারী : ৩৩৭০)

2⃣ সূরা কাসাসের ২৪ নং আয়াতের অংশ (৭ বার)

رَبِّ اِنِّيْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ

"রব্বি ইন্নী লিমা--- আনঝালতা ইলাইয়্যা মিন খইরিন ফাক্বীর।"
(আরবি পড়া উত্তম, বাংলায় পড়লে ভুল হওয়ার সম্ভাবনা থাকে)

আয়াতের অর্থঃ
হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী।

কখন, কোন পরিস্থিতিতে মূসা (আঃ) এই দু'আ করেছিলেন তা বুঝতে সূরা কাসাস এর (১৫-২৪) নাম্বার আয়াত পড়তে পারেন এখান থেকে–

3⃣ সূরা তাওবাহ্ ১২৯ নং আয়াতের অংশ (৭ বার)

حَسْبِيَ اللّٰهُ ﻵ إِلٰهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ 

"হাসবি ইয়াল্লহু লা--- ইলা-হা ইল্লা হুয়া 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল 'আরশিল 'আযীম।"
(আরবি পড়া উত্তম, বাংলায় পড়লে ভুল হওয়ার সম্ভাবনা থাকে)

আয়াতের অর্থঃ
আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট, তিনি ছাড়া কোন সত্য ইলাহ্ নেই । আমি তাঁরই উপর নির্ভর করি এবং তিনি মহা’আরশের রব।

4⃣ ইস্তিখারার সংক্ষিপ্ত দু'আ (৭ বার)

اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي

"আল্লহুম্মা খিরলী ওয়াখ তারলী।"
(আরবি পড়া উত্তম, বাংলায় পড়লে ভুল হওয়ার সম্ভাবনা থাকে)

আয়াতের অর্থঃ
হে আল্লাহ্! আমার জন্য যেটা মঙ্গল সে দিকে আমাকে চালিত করুন।

(সুনান তিরমিযী : ৩৫১৬;
সুনান ইবনু মাজাহ্ : ১৫৫৭)

5⃣ দরূদে ইব্রাহীম (৩ বার)

© মুফতি আরিফুল ইসলাম উস্তায কর্তৃক আমলকৃত এবং বর্ণনাকৃত (ইরানের একজন শায়েখ থেকে সংগৃহীত)

♦️ এই আমলটি করার পর এক গ্লাস পানি নিন। তাতে নিয়্যাত সহ সাত বার করে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক্ব, সূরা ইখলাস, সূরা কাফিরুন এবং আয়াতুল কুরসী পড়ে ফুঁ দিন। প্রতিবার সূরা পড়ার পর একবার করে পানিতে ফুঁ দিবেন। এরপর এই পড়া পানিটুকু নিয়্যাত অনুযায়ী পান করবেন।

▪️নিয়্যাতঃ বিয়ের উপর থাকা সকল বাঁধা অথবা যাদু, নজর, হাসাদ ও জ্বীনকে ধ্বংস করা।

দ্রুত বিয়ের আমল হিসেবে শায়খ আতিক উল্লাহ হুজুরের লিখাটি নিচে সংযুক্ত করে দেওয়া হলো–

১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।
২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
৩. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও যেন দোয়াবিহীন না যায়।
৪. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।
৫. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়া করা।
৬. নিয়মিত সদকা করা।

(সংগৃহীত এবং পরিমার্জিত)

[উপকারী মনে হলে পোস্টটি সবার সাথে শেয়ার করুন।]

Prophetic Cure
by
جزاك الله خيرا في الدنيا والأخرة
আপু

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا مَعْشَرَ الشَّبَابِ ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)
হে যুবকদের দল! তোমাদের মধ্যে যারা সামর্থবান,তারা যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোযা রাখে।কেননা রোযা ঢাল স্বরূপ।(সহীহ বোখারী-১৯০৫,সহীহ মুসলিম-১৪০০)

যদি পরিবার বিয়ের কোনো পদক্ষেপ গ্রহণ না করে,তাহলে এক্ষেত্রে অভিভাবকের অনুমতি ব্যতিত বিয়ে করে নেওয়া অনুচিত হবে না।এমনকি তখন নিজের ঈমান আমলের হেফাজতে যে কোনো ভাবে বিয়ে করে নেয়াটা জরুরী।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ে করার সবরকম চেষ্টা করার পরও যদি বিয়ে করাটা অদৌ সম্ভবপর না হয়, তাহলে রোযা রাখবেন।যতক্ষণ না জৈবিক চাহিদা সম্পূর্ণ রূপে নিঃশেষ হচ্ছে, এর পূর্ব পর্যন্ত রোযা রাখবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...