ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যদি কোনো ব্যক্তি তার উপার্জনের এক-তৃতীয়াংশ বা অর্ধেক আল্লাহর রাস্তায় দিবে বলে নিয়ত করে।(জীবনের সকল উপার্জন, যেমন মাসিক বেতনের বা ব্যবসায় এক সিজনের লাভ) এটা জায়েয হবে।
(২) যদি কখনো কোনো কারণে এক-তৃতীয়াংশ বা সেই নির্দিষ্ট অংশ দিতে ব্যর্থ হয়,তবে কোনো গুণাহ হবে না। এর জন্য কোনো প্রকার কাফফারাও দিতে হবে না।
(৩) সেই নির্দিষ্ট অংশ গরীব মিসকিনদেরকে দেয়া যাবে। এবং সকল প্রকার নেক কাজে ব্যবহার করা যাবে।
(৪)
(ক) নিজের ও স্ত্রী-সন্তানের জন্যও ব্যবহার করতে পারবে। - যখন সে গরিব এবং যখন সে ভরণপোষণ করতে পারছে না
- নিজের ঋণ যখন অন্য উপায়ে পরিশোধ করতে পারছে না, তখনো সে এই কাজে উক্ত টাকা ব্যবহার করতে পারবে।
- সম্পদের যাকাত হিসেবে আল্লাহর জন্য নির্ধারিত অংশ থেকে ব্যয় করতে পারবে।
- নিজের গুণাহর জন্য নিজের উপর ধার্যকৃত কাফফারা সেই নির্ধারিত অংশ থেকে ব্যয় করতে পারবে।
- প্রতিদিন নির্দিষ্ট টাকা দান করার নিয়ত করেছে। সেই টাকা আল্লাহর জন্য নির্দিষ্ট অংশ থেকে ব্যয় করা যাবে।
- নিজের পড়ার জন্য দ্বীনি বই
- নিজের পড়ার জন্য দ্বীনি নয় এমন বই
- নিজের একাডেমিক বইপত্র
এসবই সে করতে পারবে।
তবে নিজের উপর ওয়াজিব করে নিলে তখন শুধুমাত্র গরীব মিসকিনকেই দিতে হবে। অন্য কাজে তখন ব্যবহার করা যাবে না।
যদি নিজের উপর ওয়াজিব না করে থাকে, তাহলে প্রশ্নে উল্লেখিত যেকোনো খাতে সে টাকা খরচ করতে পারবে।