১ সম্মানিত শায়খ আমার প্রশ্ন হলো: আমার বড় ভাইকে আমি পরামর্শ দিই ইংলিশ অনলাইনে শিখানোর জন্য এখন ক্লাস তো ওর মোবাইলে নিতে হবে। এখন তার মোবাইল সে কিনেছে যেই টাকা গুলো দিয়ে সেগুলো হারাম কিনা এই বিষয় আমার সন্দেহ আছে কেননা সে অনেক ক্ষেত্রেই টাকার ক্ষেত্রে হারামের ব্যাপারে সচেতন না এবং সে আগে ক্রিকেট নিয়ে ব্লগে লেখালেখি করতো এবং কেউ যদি সুদ নেয় তার থেকে টাকা হাদিয়া নেয়ার ক্ষেত্রেও বিরত থাকার মনমানসিকতা রাখেনা। তাই ওর এই মোবাইল যদি হারাম টাকায় কেনা হয়ে থাকে ।কারণ আমি যদি সে যেনো অনলাইনে ইংলিশ শিখাতে পারে এই কারণে পোস্ট বুস্ট, পেইজ রেডি সহ সকল কাজ করে দিই পড়ে ওর ফোন দিয়ে সে ক্লাস যদি নেয়?
তাই শাইখ আমি যদি নিয়ত করি যে আমার সামর্থ্য হলে ওর এই মোবাইল এর সমপরিমাণ অর্থ আমি দান করে দিবো إن شاء الله عز وجل (সওয়াবের নিয়ত ছাড়া)। তাহলে কি ওর মোবাইল হারাম টাকা বা কারো সুদের টাকা দিয়ে কেনা থাকলেও সে ব্যবহার করতে পারবে?
২শায়খ আমার প্রশ্ন হলো বিনা সওয়াবের নিয়তে কাদেরকে দান করবো মসজিদের সামনে যারা ভিক্ষা (সাহায্য) নেয়ার জন্য থাকে তাদেরকে নাকি যারা একদমই নিঃস্ব? কারণ অনেক সময় দেখা যায় মসজিদের সামনে যারা থাকে তারা একেবারে নিঃস্ব না।
3 শায়খ আমার প্রশ্ন হলো আমাকে এক স্যার পড়ায় হালাল হারাম এর ব্যাপারে সচেতন না এখন আমার প্রশ্ন হলো সে বাসায় এসে আমাকে ওয়াইফাইর সুইচ অন করতে বলে চালু করতে বলে এখন সে তারপর ফেইসবুক ইউজ করে এবং সেখানেতো গান বেপর্দা নারী এর ছবি দেখা হয় যেহেতু সে হারাম হালাল এর ব্যাপারে সচেতন না এখন আমার গুনাহ হবে যেহেতু আমি সুইচ চালু করেছি?