আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম।
আমার প্রশ্নের উত্তরগুলো দয়া করে ভেঙে ভেঙে দিবেন,একবারে কোন হাদীস উল্লেখ করে বুঝিয়ে দিবেন না।এতে আমার বুঝতে অসুবিধা হয়।
একজন মায়ের তিন ছেলে।তার দুই ছেলে মা শা আল্লাহ ডাক্তার।একজন মা শা আল্লাহ জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছে  মানে এস.এস.সি,এইচ.এস.সি অনার্স  এমন।
ডাক্তার দুইজনের একজন আবার বেসরকারি ভাবে পড়েছে।আমার প্রশ্ন হলো
১/ বেসরকারিভাবে যেহেতু পড়েছে তার মানে বিরাট অংকের টাকা তার পিছনে ইনভেস্ট করেছে।মানে ১৫-১৮ লাখ।বাকি ছেলের পিছনে তো তা করে নি।মানে জেনারেলের তো খরচ তেমন নাই সে তুলনায়,খুব নগন্য।তাহলে তারাও কি পাওনা নয় সেই টাকা?সম্পত্তি ভাগের সময় কি সেই ১৫-১৮ লাখ টাকা হিসাব হয়ে ভাগ হবে?
২/ এই বাবা-মা কি তার কোন পুত্রকে ২-৪ লাখ টাকা এমনি দিতে পারবে?নাকি বাকিদেরও সমান ভাগ দিতে হবে?
৩/ ২-৪ লাখ না হয়ে ২০-৫০ হাজার টাকার মতো ছোট বিষয় হলে তো সম্ভবত এগুলার আর সমান ভাগ হয় না?জেনারেল হিসাব হিসেবে ধরা হয়।
৩/ কোন শ্বাশুড়ি কি তার একটি ছেলের বউকে এমনি স্বর্ন গিফট করতে পারে বিয়েতে?নাকি এটাও তার তিন ছেলের বউকে সমান দিতে হবে?
৪/ এমনি শ্বাশুড়ির ব্যবহৃত গহনা কি সে তার পছন্দের  বউকে জীবিত থাকা অবস্থায় দিতে পারবে?নাকি সবাইকে দিতে হবে?
**আর মৃত্যুর পর বিধান কি?যার কাছে থাকলো এতদিন সে পাবে নাকি অন্য বউরাও পাবে?
৫/ মা-বাবার কাছে কোন ক্যাশ টাকা থাকলে তা কি সব সন্তানেরা সমান ভাগ পাবে?নাকি ইচ্ছে করলে তারা একজনকেও দিতে  পারে?
৬/সম্পত্তি জরিপের সময় ভাগ মিলাতে না পেরে একজনের ভাগে বেশি পড়ে।মানে তিন ভাই ৭ শতক করে পায়,একজন পায় ৮ শতক।১ শতক গড়মিল ছিলো বলে ভাগওয়ালা সেটা একজনের ভাগে ফেলে দেয়।
এখন যে বেশি পাবে সেটা কি তার জন্য জায়েজ হবে?
** ৭ শতক পাওয়া ভাইরা আবার সবাই তাদের জমি বিক্রি করে দিছে,এখন ৮ শতক পাওয়া ভাইটা এতদিন তার ভাইদের এই বাড়তি এক শতক খেতে দিয়েছে মৌখিকভাবে।বাট বিক্রির পর সেই তৃতীয় ব্যক্তিকে আর দিতে চাচ্ছে না,যেহেতু এটা তার নামে খতিয়ান।বাট সেই তৃতীয় ব্যক্তি(যে জমি কিনছে)সে এটা চায়,এবং ৭ শতক বিক্রী করা ভাই একজনও চায় তার ভাই সেটা দিয়ে দিক(শত্রুতারবশত)।বাট এটা কি জায়েজ?
৭/ গ্রামে প্রায় সময় এমন হয় সিট নকশায় জমি কম-বেশি উঠেছে একজনের কিন্তু পৈতৃকভাবে সে জমিটা পায়,বাট ঐ পক্ষ দিতে চাচ্ছে না সিটের দোহাই দিয়ে।এটা কি তাদের জন্য জায়েজ?
৮/কোন বাপ-মা কি বেঁচেথাকাকালীন তার কোন ছেলেকে কোন সম্পত্তি গিফ্ট হিসেবে দিতে পারবে?পরে আবার ভাগের সময় গিফ্ট পাওয়া এবং বাকিরাও সমান পাবে,এটা জায়েজ?

1 Answer

0 votes
by (606,150 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো এক ছেলের পিছনে বিরাট অংকের টাকা খরচ করলে, মাতাপিতার উচিৎ সকল সন্তানের পিছনে সমান ভাবে করচ করা। তাদের জীবদ্দশায় সকল সন্তানের প্রতি সমতা রাখা । তবে যেহেতু মাতাপিতা তাদের জীবদ্দশায় তাদের সম্পূর্ণ সম্পত্তির মালিক তারা, তাই তারা যে কোনো ভাবে খরচ করলেও এখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবেন না। হ্যা, সমতা বিধান না রাখার জন্য তাদের গোনাহ হবে। কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সম্পদ থেকে ফারাইয বন্টন নামার আলোকেই সম্পদ বন্টিত হবে। এক্ষেত্রে পূর্বের কোনো সন্তানের জন্য খরচকৃত টাকা কর্তন করা হবে না। 

(২) বাবা-মার জন্য কোন সন্তানকে ২-৪ লাখ টাকা বেশী দেওয়া উচিৎ হবেনা।বরং সবার প্রতি সমতা বিধান রাখাই উচিৎ।  

(৩) ২-৪ লাখ না হয়ে ২০-৫০ হাজার টাকাতেও সমতা রাখা উচিৎ।

(৩) কোনো শ্বাশুড়ির জন্য তার কোনো এক ছেলের বউকে স্বর্ন গিফট করা উচিৎ হবে না। বরং সকল ছেলে বউকে সমানহারে গিফট দেয়া উচিত। 

(৪) শ্বাশুড়ির ব্যবহৃত গহনাকে সে তার পছন্দের বউকে জীবিত থাকা অবস্থায় দিতে পারবে। 

মৃত্যুর পর ছেলে মেয়েরা পেয়ে যাবে।

(৫) মা-বাবার কাছে ক্যাশ টাকা থাকলে তা সকল সন্তানেরা সমান ভাগ পাবে। হ্যা,সকল ওয়ারিছ সম্মত হলে, একজনকেও দিতে পারবে।

(৬) যে ভাই ৮ শতক পেয়েছিল। তথা ১ শতক অতিরিক্ত পেযেছিলো, অপর দুই ভাইয়ের পূর্বে সম্মতি থাকলে এখন আর ধাবী করা যাবে না। নতুবা এখন তারা ধাবী করতে পারবে।

(৭) গ্রামে প্রায় সময় এমন হয় সিট নকশায় জমি কম-বেশি উঠেছে একজনের কিন্তু পৈতৃকভাবে সে জমিটা পায়,বাট ঐ পক্ষ দিতে চাচ্ছে না সিটের দোহাই দিয়ে।এটা তাদের জন্য জায়েয হচ্ছে না।

(৮)কোন বাপ-মা বেঁচে থাকাকালীন তার কোন ছেলেকে কোন সম্পত্তি গিফ্ট হিসেবে দিতে পারবে। তবে এটা উত্তম হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,150 points)
ওয়াটসাফে কল দিবেন ০১৭১৭৯১৭৬৮৭
by (16 points)
প্রশ্ন ১ দেখেন হুজুর,যদি একজনের পিছনে বিরাট আকারের টাকা খরচ হয় আবার সেই বাবা-মা বেঁচে থাকাকালীন সম্পত্তি ভাগ করে তবে কি তা সমানভাবেই করা জায়েজ?নাকি টাকা কাটবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...