আসসালামু আলাইকুম।
আমি কাল রাতে ৩ টা বা ৪ টার দিকে স্বপ্ন দেখি, একটা টিনের রুমে সেলাই মেশিনের নিচে বসে আমার বোন কান্না করতেছে,তাকে জিজ্ঞেসা করলে বলে,দুইজন লোক তাকে শারীরিক ভাবে নির্যাতন করছে।
এখন বিষয় হচ্ছে আমরা ১ তারিখ একটা নতুন বাসায় উঠতে চাচ্ছি তবে নতুন বাসায় যাওয়া নিয়ে অনেক দ্বন্দ্বে আছি,বাসাটা নতুন হয়েছে আমরাই প্রথম ভাড়াটিয়া হবো।আর গ্রামের মত টাইলস করা দুই রুমের বাসা ফ্লাট না তাই সিকিউরিটি একটু কম।এখন হচ্ছে স্বপ্নে আমি যে দেখেছি আমার বোন কাঁদছে, তা আমরা যে বাসায় উঠতে চাচ্ছি তার পাশে টিন সেট রুম আছে ওইরকম।
এখন আম্মুকে বিষয়টা বলাতে সে ওই বাসায় যাবে না বলছে, যেহেতু আমার মা আর দুই বোন থাকবো সিকিউরিটি কম।
এখন বাসাটা আমার পছন্দ, তাকদীরের ভালো মন্দ আল্লাহর হাতে তবে সাবধান থাকতে হবে।আমি স্বপ্নটি হায়েজ অবস্থায় দেখেছি। এখন এই স্বপ্নে ব্যাখা কি হতে পারে নতুন বাসায় উঠা কি উচিত হবে? নাকি ওই বাসা বাদে অন্য বাসা খুজঁবো।
স্বপ্নের ব্যখ্যা বললে উপকৃত হবো আর সঠিক সিদ্ধান্ত নিতে পারব।