আসসালামু আলাইকুম উস্তায,
বিয়ের আগের দিন কনে মেহেদী লাগানোর সময় রুম একটু সাজালে, বোনেরা মিলে কেক কাটলে, অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন হবে? কাছের মানুষেরা এমনিতেই বিয়ের আগের দিন একত্রিত হন। এক্ষেত্রে আলাদা করে অনুষ্ঠান করা হবে না। ঘরোয়া ভাবে সবাই আনন্দ করবেন।
জাযাকুমুল্লাহু খাইরান